E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরতালেও চলছে এইচএসসি পরীক্ষা

২০১৫ এপ্রিল ১৩ ১১:১২:১৩
হরতালেও চলছে এইচএসসি পরীক্ষা

স্টাফ রিপোর্টার :  জামায়াতে ইসলামীর ডাকা সোমবারের হরতালেও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে আজ এইচএসসির আট সাধারণ বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা-ইন-কমার্সের কোনো পরীক্ষা নেই। এসব বোর্ডের পরবর্তী পরীক্ষা বুধবার।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. রফিকুল ইসলাম মীর বলেন, এবারের এইচএসসি ভোকেশনালে প্রায় নয় হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আর এ পরীক্ষা দেশের ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, হরতাল পরীক্ষার ওপর কোনো প্রভাব ফেলবে না। নির্দিষ্ট সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগেও আমরা হরতালের মধ্যে এইচএসসি ভোকেশনালের একটি পরীক্ষা নিয়েছি। কোনো সমস্যা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার সকালে এইচএসসি ভোকেশনালের নতুন ও পুরাতন সিলেবাসের উচ্চতর গণিত-১ ও গণিত-১ বিষয়ের পরীক্ষা রয়েছে।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় দলটি।

(ওএস/পিবি/ এপ্রিল ১৩,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test