E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছিন্নমূল শিশুদের জন্য পুষ্পকলি

২০১৫ মে ১১ ১৭:২৩:০৪
ছিন্নমূল শিশুদের জন্য পুষ্পকলি

ময়ূখ ইসলাম : ‘আয়রে আয় টিয়ে, নায়ে ভরা দিয়ে, না নিয়ে গেছে বোয়াল মাছে তাই না দেখে ভোঁদড় নাচে’- শিক্ষকের কোলে বসে এই ছড়া আবৃত্তি করছে শিশু জহুরা। তার চোখে নেই কোন ভয়, নেই দ্বিধা। হয়তো ভাবছেন এটা আবার কোন স্কুল! যেখানে শিক্ষার্থী শিক্ষকের কোলে বসে লেখাপড়া করে! এমন স্কুলও আছে! যদিও এই স্কুলগুলোর কোন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই, তবে এখানকার শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের আছে গভীর সম্পর্ক।

ঢাকার কর্ম ব্যস্ত জীবনে, নিষ্ঠুরতার কাছে হার মেনে সবাই যেখানে হয়ে উঠেছে স্বার্থপর, সেই ঢাকাতে অনেকেই আছে যারা কিনা অন্যের মুখে হাসি ফোটাবার জন্য করে যাচ্ছে নিরলস পরিশ্রম।

পুষ্পকলি। একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১১ সালে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। একদল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ মুস্ফিকা জান্নাত, রবিউল ইসলাম রবিন, সাহিল, শিমুল, প্রান্তি, নাইস আর ফাহাদ । যাদের হাত ধরেই শুরু হয় পুষ্পকলির যাত্রা।

‘পুষ্পকলির কাজ হলো ছিন্নমূল শিশুদের আলোর পথ দেখানো। তাদের মাঝে একটা সুন্দর জীবনের স্বপ্ন জাগানো’। এই কথাগুলো বলছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এই সংগঠনের প্রতিষ্ঠিকালীন সদস্য ফাহাদ খান। এক বিকেলে পুষ্পকলির কার্যক্রম দেখার জন্য চলে গেলাম ধানমন্ডি লেইকের বটতলায়। যেখানে সপ্তাহে চার দিন একদল তরুন ছুটে আসেন এই এলাকার পথশিশুদের কাছে।

প্রায় ২৫-৩০ জন শিশুকে নিয়ে কাজ করছেন পুষ্পকলির সদস্যরা। খুব কষ্টে তাদের মনোযোগ আকর্ষণ করে শিখাচ্ছেন অ,আ,ক,খ। খোলা আকাশের নিচেই চলছে পুষ্পকলির কার্যক্রম। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই তরুণরা ছিন্নমূল শিশুগুলোর জন্য বই, খাতা আর পেন্সিল সর্বরাহ করছেন। কাজটা কী সহজ?

একদিকে শিশু রাসিদা যেমন চুপচাপ সভাবের অন্যদিকে মান্না কিন্তু খুবই চঞ্চল। একটু পর পর সে সহপাঠিদের সাথে বাকবিতন্ডা আর মারামারিতে জড়িয়ে পড়ে। শিক্ষকরা মান্নাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন লেখাপড়ায়। তবে বড় হয়ে মান্না কিন্তু মারামারি রুখে দিতে চায়। তার স্বপ্ন পুলিশ হবার। এমন আশা গুলোকে প্রসারিত করারই দৃঢ় প্রত্যয় পুষ্পকলির।

পুষ্পকলি থেকে শিক্ষা অর্জন করে মারুফ নামের একজন এখন মীরপুর জার্মান টেকনোলজি কলেজে লেখাপড়া করছেন বলে জানান ফাহাদ খান।

পুষ্পকলি পুরোপুরি উন্মুক্ত একটি প্রতিষ্ঠান। পুষ্পকলির দু’টি শাখা। একটি ধানমন্ডিতে এবং অপরটি মীরপুরে। সদস্যরা জানান, কার্যক্রম আরো ভালোভাবে চালানোর জন্য আরো স্বেচ্ছাসেবক দরকার। যে কেউ চাইলে তাদের সাথে কাজ করতে পারেন।

(আরএম/এএস/মে ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test