E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডুয়েটে আসন প্রতি লড়বে ১০ পরিক্ষার্থী, পরীক্ষা ১৪ জুন

২০১৫ জুন ১০ ১৮:০২:৩৬
ডুয়েটে আসন প্রতি লড়বে ১০ পরিক্ষার্থী, পরীক্ষা ১৪ জুন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি.আর্ক প্রোগ্রামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৪ জুন রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় মনোনীত প্রার্থীদের আসন বন্টন নোটিশ বোর্ডসহ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে টানিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্বে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরকৌশল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্য বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা। আর দ্বিতীয় পর্বে দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক কৌশল, যন্ত্রকৌশল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।

ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার কামরুন নাহার জানান, এ বছর সাতটি বিভাগে ৫৪০ আসনের বিপরীতে বাছাই করে পাঁচ হাজার ৩৮৩ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছে। গড়ে প্রতি আসনের জন্য লড়ছেন ১০ পরীক্ষার্থী।

বিভাগ অনুযায়ী পুরকৌশল বিভাগের ১২০ আসনের বিপরীতে এক হাজার ১৯২জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক কৌশল বিভাগের ১৩৯৫ জন প্রতিযোগিতা করছে ১২০ টি আসনের বিপরীতে। যন্ত্রকৌশল বিভাগের ১২০ আসনের জন্য লড়ছে ৯৩১ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০ আসনের বিপরীতে ৫২৫ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬০ আসনের বিপরীতে ২৯৭ জন, স্থাপত্য বিভাগের ৩০ আসনের বিপরীতে ২২১ জন এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩০ আসনের বিপরীতে ৮২২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট থেকে প্রকৌশল ডিপ্লোমা সনদধারীরাই কেবল ডুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন। ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসি করার জন্য ডুয়েট একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়।

(এসএএস/এএস/জুন ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test