E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

২০১৫ জুন ১৭ ১৮:৪৭:২৪
রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সচিব একে.এম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, শহর আর গ্রামের লেখাপড়ার মান নিয়ে যখন বিভিন্ন সময়ে প্রশ্ন দেখা দেয়, সেখানে আন্তরিকতায়  উপজেলা পর্যায়ের বড়লেখার লাইসিয়াম স্কুলের সফলতা সত্যিই প্রশংসনিয়।

বর্তমানে সিলেট শিক্ষা বোর্ডে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের সফলতা একটি উদাহরন হিসেবে দাঁড়িয়ে আছে। সিলেটের শিক্ষা ব্যবস্থায় সংখ্যাগত পরিবর্তন হলেও গুণগত পরিবর্তনের জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ২০১০সালে যুগান্তকারী শিক্ষানীতির কারণে যুগোপযোগী কারিকুলাম প্রনয়ন করায় আামদের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন দেশে প্রশংসা কুড়িয়েছে। বর্তমান তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এক সময় বিশ্বের বুকে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তিনি বুধবার বড়লেখার উপজেলার সিলেট শিক্ষা বোর্ডের এসএসসিতে ১৬তম, জেএসসিতে ১১তম ও পিএসসিতে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন, ‘আজকের এ সংবর্ধনা অনুষ্ঠান যেন তোমাদের শিক্ষা জীবনের শেষ সংবর্ধনা যেন না হয়। শিক্ষার প্রতিটি ধাপে যেন তোমার সংবর্ধনা পেতে পার তার জন্য অধ্যবসায় করতে হবে। অধ্যবসায় ছাড়া জীবনে কোন কিছইু অর্জন করা সম্ভব নয়। শিক্ষা জীবন হলো টেস্ট ক্রিকেটের মতো, সুদীর্ঘ শিক্ষা জীবনে কঠোর সাধনার মাধ্যমে পাড়ি দিতে পারলে তোমরা যে কেউ তোমাদের লক্ষ্যে পৌছতে পারবে।’

স্কুল পরিচালনা কমিটির সভাপতি নগেন্দ্র দেবনাথের সভাপতিত্বে পরিচালনা কমিটির সদস্য কামরান আহমদ চৌধুরী ও বিজয় ভূষন দাসের পরিচালনায় কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুনতাহা রকিব তারানা, লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক শাহ মোঃ হামজা আনোয়ার, শিক্ষামন্ত্রীর এপিএস দেওয়ান মাকসুদুর ইসলাম আউয়াল, শিক্ষা দাদু আনোয়ারুল ইসলাম চৌধুরী, ডাঃ নজরুল ইসলাম, শিক্ষানুরাগী জয়নাল আবেদীন। অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ জহির উদ্দিন, অধ্যাপক হাসিনা আক্তার, মুক্তাদির হোসেন মিছবাহ, ইমদাদুল ইসলাম সজল ।

কৃতি শিক্ষার্থীদেও মাঝে বক্তব্য রাখেন সারিকা আবেদীন নীতু, ফারদিন হামিদ নীরব, চৈতি দে সাথী, হোসনে তাসফিয়া জান্নাত । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইকবাল আহমদ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

(এলএস/এএস/জুন ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test