E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসএসসির ফল পুনঃনিরীক্ষণে পাস ৪৪ শিক্ষার্থী

২০১৫ জুন ২০ ১৪:১১:০৪
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে পাস ৪৪ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৯১ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এরমধ্যে জিপিএ-৫ পাওয়া দু’জনসহ আগের ফলাফলে অনুত্তীর্ণ মোট ৪৪জন পরীক্ষার্থী পাস করেছে। ফলাফল পরিবর্তনের ফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৩জন শিক্ষার্থী।

পরিবর্তিত ফলাফলের ভিত্তিতে রবিবার রাত ১২টা পর্যন্ত পছন্দের কলেজে আবেদন করতে পারবে এসব শিক্ষার্থী। শনিবার সকাল ১১টায় বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, সকাল ১১টায় ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। পরিবর্তীতে ফলাফলের ভিত্তিতে পছন্দের কলেজে আবেদন করতে পারবে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। রবিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। তিনি জানান, ৯ হাজার ৭৮৬ জন শিক্ষার্থী ২২ হাজার ৫২৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিতে। ৪ হাজার ২৮৬টি গণিত উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১১৩ জনের ফল পরিবর্তন হয়েছিল। গত ৩০ মে শনিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
(ওএস/পিবি/জুন ২০,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test