E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারো পেছাল একাদশ শ্রেণির ভর্তির ফল

২০১৫ জুন ২৭ ১১:৫৮:১১
আবারো পেছাল একাদশ শ্রেণির ভর্তির ফল

স্টাফ রিপোর্টার : তৃতীয়বারের মতো একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশের সময় পিছিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।  তবে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার সকালে জানানো হয়, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের কাজ চলছে, ফলাফল প্রকাশের সময় শীঘ্রই জানিয়ে দেয়া হবে।

এর আগে, প্রথমে বৃহস্পতিবার রাতে ফল প্রকাশের কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে তা একদিন পিছিয়ে শুক্রবার রাতে ফল প্রকাশের কথা মন্ত্রণালয় থেকে জানানো হয়।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, অনিবার্য কারণবশত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ২৫ জুন ২০১৫ এর পরিবর্তে ২৬ জুন রাত ১১টা ৩০ মিনিটে প্রকাশিত হবে। কিন্তু ২৬ জুন রাতেও ফল প্রকাশ করা হয়নি।

ফল প্রকাশ না করেই শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, ফলাফল প্রকাশের পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে।

ফল প্রকাশের পর সারা দেশের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা (www.xiclassadmission.gov.bd) এই ওয়েবসাইট থেকে তাদের ফল জানতে পারবে। এ ছাড়া বিভিন্ন বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। আগামী ১ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

(ওএস/পিবি/জুন ২৭,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test