E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ রাতে একাদশে ভর্তির ফল প্রকাশ

২০১৫ জুন ২৮ ১৩:১৯:৪৬
আজ রাতে একাদশে ভর্তির ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার : আজ রবিবার রাত ১২টার মধ্যেই একাদশে ভর্তির ফলাফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষা সচিব।

শিক্ষা সচিব নজরুল ইসলাম আজ সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘অনলাইনে একাদশে ভর্তির ফল প্রকাশের ঘটনা এবার প্রথম হওয়ায় আমাদের কিছু ত্রুটি রয়ে গিয়েছে। আগামীতে এসব ত্রুটি আমরা কাটিয়ে উঠবো।’

বুয়েটের অধ্যাপক কায়কোবাদের তত্ত্বাবধানে ভর্তির ফল নিয়ে কাজ হচ্ছে। তার নেতৃত্বেই প্রথমবারের মতো অনলাইনে একাদশে ভর্তির ফল প্রকাশিত হতে যাচ্ছে।

একাধিকবার ফল প্রকাশের দিন নির্ধারন করেও ফল প্রকাশিত না হওয়ার ব্যর্থতার কথা স্বীকার করে শিক্ষা সচিব বলেন, ‘এটি অনিচ্ছাকৃত ত্রুটি।স্ক্যানিং-এ ত্রুটিসহ যে সমস্যা ধরা পড়েছে তা আগামীতে আমরা কাটিয়ে উঠবো। এ ব্যাপারে আমরা খুবই আন্তরিক। গতকাল রাত ৪টা পর্যন্ত আমি নিজে ঘটনাস্থলে ছিলাম এবং আমার সঙ্গে অধ্যাপক কায়কোবাদও ছিল।’

এর আগেও একাধিকবার আশার বাণী শুনিয়েও ভর্তির ফল কয়েক দফা পেছানো হয়।

শিক্ষা সচিব আরো বলেন, সফটওয়্যারটি বুয়েটকে দিয়ে করানো হয়েছে। আমাদেরও বুঝার কিছু ভুল ছিল। আশা করছি আগামীতে আর এ ভুল হবে না। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেন, একজন ছাত্র কিংবা ছাত্রী একসঙ্গে কয়েকটি কলেজে আবেদন করে। বর্ষাকাল তাদের যেতে অসুবিধা হবে। তাই অনলাইনের এ ব্যবস্থা করা হয়। অনলাইনে ১৫০ টাকায় ৫টি কলেজে অপশন দিতে পারবে। আমরা বিদেশ থেকে সফটওয়্যারটি কিনিনি। বুয়েটকে দিয়ে নিজেরা এ সফটওয়্যারটি করতে চেয়েছি।

প্রসঙ্গত, একাদশে ভর্তির ফল প্রথমে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় প্রকাশ করার কথা ছিল। তবে তা পিছিয়ে শুক্রবার রাত সাড়ে ১১ নির্ধারণ করা হয়। শুক্রবারের পর আবার শনিবার সকালের সময় নির্ধারণ করা হয়। কিন্তু শনিবারও ফলাফল প্রকাশ করতে ব্যর্থ হয় শিক্ষা বোর্ড। অবশেষে আজ রবিবার রাত ১২টার মধ্যে ফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

(ওএস/এএস/জুন ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test