E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের আওতায় আসছে ৭০ কলেজ

২০১৫ জুন ২৯ ২১:৫৩:৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের আওতায় আসছে ৭০ কলেজ

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুনাজ আহমেদ নূর বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭০টি কলেজকে র‌্যাংকিংয়ের আওতায় আনা হবে। তবে সেটা শুধু রেজাল্টের ভিত্তিতে নয়, শিক্ষার সার্বিক পরিবেশের ভিত্তিতে করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে ২৯ জুন সোমবার কলেজ শিক্ষকদের ৯২তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইতিহাস, অর্থনীতি ও রসায়ন বিষয়ে ৮৬ জন কলেজ শিক্ষক ৪ সপ্তাহ ধরে এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, ২০১৬ সালে আমরা প্রথমবারের মত প্রায় দেড় কোটির অধিক শিক্ষার্থীদের নিয়ে একসাথে ৬৪ জেলায় সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নোমান উর রশীদ, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. তাইবুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শফিক উজ জামান প্রমুখ।

(এসএমএইচআর/পিএস/জুন ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test