E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারিগরি শিক্ষায় প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা

২০১৫ জুলাই ১৩ ১২:৩৮:১৭
কারিগরি শিক্ষায় প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা

স্টাফ রিপোর্টার : কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ ব্যবস্থায় প্রতিবন্ধী গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সব সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে কোটা নির্ধারণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অধিশাখা-১৬ (কারিগরি-২) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা আইন-২০১৩ এ দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে বিশেষ চাহিদা রয়েছে, এমন শ্রেণির মানুষের অংশগ্রহণ বাড়ানোর জন্য শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা সংরক্ষণের নির্দেশ দেওয়া হলো।

(ওএস/এএস/জুলাই ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test