E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভর্তি বাণিজ্য বন্ধে তৎপর সরকার, এখনো ভর্তি বঞ্চিত ১০৬৫১১ শিক্ষার্থী

২০১৫ জুলাই ২৩ ১৮:২৫:৫১
ভর্তি বাণিজ্য বন্ধে তৎপর সরকার, এখনো ভর্তি বঞ্চিত ১০৬৫১১ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এখনো প্রায় ১ লাখ ৬ হাজার ৫১১ ছাত্রছাত্রী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনি।’ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, সর্বশেষ অর্থাৎ চতুর্থ দফায় ৮২ হাজার ৫৪৪ শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছিল। তারা সবাই ভর্তি হতে পেরেছে। সব মিলিয়ে এ পর্যন্ত ১১ লাখ ৭৬ হাজার ১০৭ ছাত্রছাত্রী ভর্তি হতে পেরেছে।

শিক্ষামন্ত্রী আরো জানান, এখনো যারা ভর্তি হতে পারেনি তারা আগস্ট মাস পর্যন্ত ভর্তি হতে পারবে। এখন পর্যন্ত ২ লাখ আসন খালি রয়েছে। কাজেই আসন খালি সাপেক্ষে বাকিরাও ভর্তি হতে পারবে। উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৮২ হাজার ৬১৮ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, শুধু ঢাকা বিভাগে ১৪টি কলেজে একজন ছাত্রও ভর্তির জন্য আবেদন করেনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভর্তি বাণিজ্য বন্ধে আমরা সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

মন্ত্রী আরো জানান, কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ২০ হাজার ৫শ আসন রয়েছে। সেখানে আগস্ট মাস থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

(ওএস/পি/জুলাই ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test