E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ার নামুজা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন

২০১৫ জুলাই ২৫ ২১:১৪:১২
বগুড়ার নামুজা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন

বগুড়া প্রতিনিধি : বিরোধীদলীয় হুইপ ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর বলেছেন, বর্তমান সরকার শিক্ষিত জাতি গঠনে বদ্ধপরিকর। শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকার আমলে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই প্রদান, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সঠিক সময়ে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করেছে।

শনিবার বেলা ১২টায় বগুড়া সদর উপজেলার নামুজা ডিগ্রি কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর ক্লাস উদ্বোধন ও নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

কলেজের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম দুুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব তৌফিক আজিজ, নামুজা ইউপি চেয়ারম্যান এস.এম রাসেল মামুন, সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ এফ এম মোকাম্মেল হক, মহাস্থান কলেজের প্রাক্তন অধ্যক্ষ এড. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলেজের সহ: অধ্যাপক আজিজার রহমান, আশিষ কুমার ভট্টাচার্য, প্রভাষক আব্দুল জলিল, রফিকুল ইসলাম ভান্ডারী, মাছুমা পারভীর, শাহজান আলী, আব্দুল মজিদ, জেলা জাপা নেতা লুৎফর রহমান স্বপন, এইচ এম ইকবাল, আরিফুল ইসলাম শহিদ, কলেজের গর্ভনিং বডির সদস্য আলহাজ্ব ফজলার রহমান, জুলহাজ উদ্দিন জুয়েল, আপেল মাহমুদ আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

(এএসবি/পিএস/জুলাই ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test