E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে স্কুলের ছাদ ধসে দুই পরীক্ষার্থী আহত, প্রধান শিক্ষিকাকে শোকজ

২০১৫ আগস্ট ১০ ২০:৪২:০৩
বাগেরহাটে স্কুলের ছাদ ধসে দুই পরীক্ষার্থী আহত, প্রধান শিক্ষিকাকে শোকজ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে পরিত্যাক্ত ভবনের ছাদ ধসে দুই পরীক্ষার্থী আহতর ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষিককে শোকজ করা হয়েছে। শিক্ষকদের খামখেয়ালীপনায় পরীক্ষা চলাকালিন সময়ে ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠানো হয়েছে।

চিতলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট কালশিরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নতুন ভবন থাকা সত্ত্বেও পুরানো একটি পরিত্যাক্ত ভবনে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দ্বিতীয় সাময়িকের ইংরেজী পরীক্ষা নেয়া হয়। পরীক্ষা চলাকালে হঠাৎ ওই ভবনের ছাদ ধসে চতুর্থ শ্রেণীর ছাত্রী অনামিকা মালাকার (৯) ও পঞ্চম শ্রেণীর ছাত্রী রীতা মজুমদার (১০) মারাত্মক আহত হয়।

স্কুলের কয়েকজন শিক্ষার্থী জানান, মাঠে কাঁদা থাকায় পুরানো বিল্ডিংয়ে তাদের পরীক্ষা নেয়া হয়।

কালশিরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অসীমা মন্ডল জানান, নতুন ভবনে শিক্ষার্থীদের জায়গা সংকুলান না হওয়ায় পুরানো ওই ভবনে পরীক্ষা গ্রহন করা হচ্ছিল। তাছাড়া ওই ভবনটি এখনও পরিত্যাক্ত ঘোষণা করা হয়নি।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা সহকারী প্রথামিক শিক্ষা কর্মকর্তা প্রবীর মিত্র জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরির্দশন করে প্রধান শিক্ষিকা অসীমা মন্ডলকে শোকজ করা হয়েছে। সেই সাথে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে প্রতিবেদনও পাঠানো হয়েছে।

উপজেলা সহকারী প্রকৌশলী সূখেন্দ্র নারায়ন জানান, পুরানো ভবনটি অনেক আগেই পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। আর সেই কারণেই নতুন ভবন নির্মান করা হয়েছে।

(একে/অ/আগস্ট ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test