E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তির দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ সভা

২০১৫ সেপ্টেম্বর ১৩ ১৮:৩১:৪৭
মুক্তির দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভ সভা

শোভন সাহা: বনানীতে বেলা ১২টার সময় বেসরকারি শিক্ষাখাতে ৭.৫% ভ্যাটের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ছাত্র ও ছাত্রীদের বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সভায় বেসকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ছাত্র ও ছাত্রীদের বিক্ষোভ সভায় বিভিন্ন ধরনের কর্মসূচির আহ্বান করা হয়।

প্রাচীন কারে জমিদার রাজারা তাদের সুবিধা মত কর আদায় করত এবং আইনও তাদের মত করে তৈরি করত। কিন্তু এথন এই আধুনিক এসে মানুষের মনের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত চাপানোর পরিনাম খুবই খারাপ তার অনেক উদাহরণ আছে। তারই একটি ছাত্রদের এই ভ্যাট বিরোধী অবস্থান।

বিক্ষোভ সভা থেকে স্লোগান আসছে ভ্যাট দেবনা, চালাও গুলি দেখি শেষ হাসি কারা হাসে। এছাড়াও বিভিন্ন ধরনের পোস্টার ব্যানার হাতে নিয়ে আজ অসংখ্য শিক্ষার্থীরা রাজপথে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের রাজপথে দাবি আদায়ের গৌরবময় ইতিহাস রয়েছে কিন্তু এথন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেরও ছাত্র ছাত্রীদেরও ইতিহাস যোগ হচ্ছে।

বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ সরকার । তিনি ২০১৫-১৬ অর্থ বছরকে ছাত্র ও ছাত্রীদের জন্য মরন বছর বলে আখ্যায়িত করেন । তিনি সকল শিক্ষাথীদের উপর আরোপ করা ভ্যাটের বিরুদ্ধে পক্ষ নেন এবং বলেন সরকার তাদের এই সিদ্ধান্ত যতক্ষণ না বদলাবে ততক্ষন এই আন্দোলন চলবে। আমাদের পরিবার আমাদের অনেক কষ্ট করে বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশুনার ব্যবস্থা করছে। কিন্তু শিক্ষায় ভ্যাট বসানোর জন্য অনেক শিক্ষার্থী তাদের শিক্ষার শেষ আলো পর্যন্ত দেখতে পাচ্ছে । তাদের এই বিক্ষোভ সভাকে তাদের মুক্তির সভা বলে ভাবতে বলেন সকল শিক্ষার্থীকে।

তাছাড়া বিক্ষোভ সভায় ওয়ার্ল্ড ইউনির্ভাসিটির হয়ে গৌতম সাহা তার বক্তব্যে বলেন, শিক্ষা একটি জাতির জন্য মৌলিক অধিকার কিন্তু কেন আমাদের উপর এই ভ্যাট বসানো হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের উপর সরকারের এই ভ্যাট বসানো সম্পূর্ণরূপে অন্যায়। কেননা আমাদের পরিবার তাদের মোট আয়ের অংশ থেকে সরকারকে রাজস্ব প্রদান করছে। তার উপর যদি আবার আমাদের ভ্যাট প্রদান করতে হয় তা কোনভাবেই আমরা মেনে নেবনা।

তাছাড়া গত বৃহঃপতিবার পুলিশের লাঠি চার্জে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা আহত হয়। এই বিষয় নিয়ে শিক্ষার্থীদের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এই ঘটনার পেক্ষাপটে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকের কলেজের শিক্ষার্থীদেরকে বিভিন্ন সড়ক অবরোধ করার আহ্বান করেন বিদ্যুৎ সরকার।

ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ছাত্র মো: আসলাম বলেন, “এনবিরার থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের উপর ভ্যাট বসানো হয়নি কিন্তু তার পরও কেন আমরা ভ্যাট দিচ্ছি। তাহলে বেসরকারি প্রতিষ্ঠানে কেন অথ মন্ত্রী নির্দেশ দিচ্ছেন না কেন শিক্ষার্থী থেকে তার যেন ভ্যাট সংগ্রহ না করে।

বিক্ষোভ সভায় নর্থ সাউথ ইউনির্ভাসিটি, নর্দান ইউনির্ভাসিটি, ইষ্টওয়েষ্ট ইউনির্ভাসিটি, অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিসহ অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের অগনিত শিক্ষার্থীরা উপস্থিত ছিল যা এই বিক্ষোভকে একটা ভিন্ন মাত্রা প্রদান করছে। সেই সাথে সাথে একটি বিরাট সর্তক বার্তা প্রদান করছে যা ভবিষ্যতে এই আন্দোলনকে অন্য রূপ এনে দিতে পারে।

বাংলাদেশের সংবিধানে ১৫নং অনুচ্ছেদে রাষ্ট্রকে জনগণের জন্য শিক্ষা নিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে এবং শিক্ষা মৌলিক চাহিদার মধ্যে অন্যতম, সেখানে কিভাবে ভ্যাটের প্রশ্ন আসে এই বিষয়ে সাধারণ বক্তব্যে উঠে আসে এবং তার উত্তর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চাই।

বিক্ষোভ সভার শেষে বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে ৭২ ঘন্টার সময় দেওয়া হয় যেন তিনি এই অযৌক্তিক ভ্যাটকে প্রত্যাহার করে নেন এবং সকল বেসরকারি শিক্ষার্থীদের চাপমুক্ত করেন। আর যদি তিনি শিক্ষার্থীদের দাবি না মেনে নেন তাহলে শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী মেখ হাসিনার স্মরণাপন্ন হবেন।

(এলপিবি/সেপ্টেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test