E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত, অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা

২০১৫ সেপ্টেম্বর ১৪ ১৪:০২:৩২
ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত, অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার : মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে অবরোধ তুলে নিয়েছেন রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাদের আনন্দ মিছিলও করতে দেখা যায়।

সোমবার বেলা ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে আনন্দ মিছিল করে ঘরে ফিরতে শুরু করেন। এ সময় ফের রাস্তার যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে বেলা সোয়া ১২টার দিকে মন্ত্রিসভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের খবর গণমাধ্যমে প্রকাশ হয়।

এ খবর জেনে আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় ধানমণ্ডির-২৭ নম্বরে আন্দোলনরত ড্যাফোডিল, ওয়ার্ল্ড, স্টেট, স্টামফোর্ড, ইউল্যাব ও ইউআইইউ ইউনিভার্সিটির শিক্ষর্থীরা আনন্দ মিছিল করেন।

এদিকে, রামপুরায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবরোধ থেকে সরে এসে আনন্দ মিছিল করেন।

সেই সঙ্গে তাদের আন্দোলন সফল হয়েছে উল্লেখ করে ‘ভি চিহ্ন’ দেখিয়ে তারা আনন্দ করতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা মন্ত্রিসভায় ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদও জানান।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test