E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০১৫ অক্টোবর ৩০ ১০:৫৩:০৭
বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ফল প্রকাশ হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://ugadmission.buet.ac.bd/ থেকে ফলাফল জানা যাবে।

বুয়েটের জনসংযোগ দফতর থেকে বলা হয়, এক হাজার ৩০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় হাজার শিক্ষার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১৭ অক্টোবর মোট আট হাজার ৭০৬ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।

জানা গেছে, স্থাপত্য অনুষদে মোট ৫৫ জনকে মেধা তালিকায় রাখা হয়েছে। অপেক্ষামান তালিকায় আছে ১৪৯ জন। প্রকৌশলী এবং নগর ও অঞ্চল পরিকল্পনা পরিষদে মেধা তালিকায় ৯৭৫ জন। এই দুই অনুষদে অপেক্ষামান আছে ১৫০০ জন।

স্থাপত্য অনুষদের সাক্ষাৎকার শুরু হবে ২৮ নভেম্বর। অন্য দুই অনুষদে সাক্ষাৎকার শুরু হবে আগামী ৩০ নভেম্বর। পলাশীতে বুয়েটের নতুন ভবনে সাক্ষাৎকার নেয়া হবে।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test