E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মঙ্গলবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা বিকেলে

২০১৫ নভেম্বর ০২ ১৭:১৮:৪৮
মঙ্গলবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা বিকেলে

নিউজ ডেস্ক : গণজাগরণ মঞ্চের ডাকা হরতালের কারণে মঙ্গলবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা বিকেল দুইটায় অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জেএসসিতে ইংরেজি প্রথমপত্র ও জেডিসিতে বাংলা প্রথমপত্র পরীক্ষার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু একইদিন গণজাগরণ মঞ্চ সারাদেশে অর্ধ দিবস হরতালের ডাক দেয়। ফলে ওই দিনের সকালের পরীক্ষা বিকেল ২টায় অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ তিনজন হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ। এর আগে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ।

ওই সময়ের মধ্যে খুনি ও হামলাকারীরা গ্রেফতার না হলে মঙ্গলবার সারা দেশে আধাবেলা হরতাল করার ঘোষণা দিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। গত রবিবার রাজধানীর শাহবাগে এক প্রতিবাদ সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন।

(ওএস/এএস/নভেম্বর ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test