E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে’

২০১৫ ডিসেম্বর ২৬ ১৭:২৮:০০
‘শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে’

সাতক্ষীরা প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘মানুষের মাঝে যে অমিত সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে হবে। এ জন্য শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

জেলার কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন প্রাঙ্গণে খান বাহাদুর আহছানউল্লার ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনারে শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

হজরত খান বাহাদুর আছানউল্লার (র.) আদর্শ ও নীতি তুলে ধরে তিনি বলেন, ‘তিনি সত্যের পথে থাকার অনুপ্রেরণা জুগিয়েছেন। শিক্ষা সংস্কার করে তা জীবনমুখী করে তুলেছেন। নিজের আত্মাকে জয় করাই শ্রেষ্ঠ জেহাদ।’

হজরত খান বাহাদুর আহছানউল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মন্তব্য করে তিনি বলেন, ‘তিনি পরীক্ষার খাতায় নাম নয়, রোল নম্বর লেখার প্রবর্তন করেছিলেন। অসাম্প্রদায়িক চেতনার ধারক হজরত খান বাহাদুর আহছানউল্লা স্কুল-কলেজের হোস্টেলে হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মের ছাত্রদের থাকার নিয়মও প্রবর্তন করেন।

উপাচার্য বলেন, ‘১৯৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে গণহত্যা চালিয়ে ৩০ লাখ সন্তানকে হত্যার পর এখন তা অস্বীকার করছে। এই মিথ্যাচারের জন্য গণতন্ত্রের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে।’

কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ সেলিমউল্লাহর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি ড. গিয়াসউদ্দিন মোল্লা, ড. এহছানুর রহমান, আ ফ ম এনামুল হক, মো. সাঈদুর রহমান, মো. আবদুল মজিদ প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গাজী আজিজুর রহমান।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৬,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test