E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল প্রধানমন্ত্রী কাছে হস্তান্তর

২০১৫ ডিসেম্বর ৩১ ১১:০৯:০৫
জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল প্রধানমন্ত্রী কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার : অষ্টম শ্রেণির সমাপনী জেএসসি-জেডিসি এবং পঞম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে আটটি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান জেএসসি-জেডিসির ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান পঞ্চম শেণির সমাপনী ও ইবতেদায়ি সমাপনীর ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এ দিন দুপুর দেড়টার দিকে শিক্ষামন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেএসসি-জেডিসির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান একই দিন দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবেন।

জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। শেষ হয় ১৮ নভেম্বর। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়।

এবারের জেএসসি-জেডিসি ও প্রাথমিক-ইবতেদায়ি পরীক্ষায় মোট ৫৫ লাখ ৮০ হাজার ৪৪৭ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে জেএসসি ও জেডিসিতে ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ শিক্ষার্থী অংশ নেয়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test