E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলাদা নয়’

২০১৬ জানুয়ারি ২৭ ১৫:৪৪:০৮
‘বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলাদা নয়’

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা বেসরকারি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলাদা করে দেখি না। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনেক বেশি। শিক্ষার্থীর সংখ্যাও বেশি।

বুধবার রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১৫তম সমাবর্তন অনুুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সবগুলো বিশ্ববিদ্যালয়ের মান ও মনিটরিং জোরদার করার জন্য অ্যাক্রেডিয়েশন কাউন্সিল গঠনের জন্য আইনের খসড়া চূড়ান্ত করেছি। শিগগিরই আমরা অনুমোদনের জন্য পার্লামেন্ট পেশ করবো।

রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তনে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যেতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশি দিন চলতে পারবে না। যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে এখনও যাননি একাধিক ক্যাম্পাসে পাঠদান করছেন তাদের জন্য এক বছর সময় বেধে দিয়েছি। নির্ধারিত সময়ে তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় পরিচালন করতে নাা পারলে এক বছর সময় অতিক্রান্তে সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তি বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সমাবর্তনে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ বলেন, আজ আপনাদের জীবনের একটি অত্যন্ত স্মরনীয় ও বরণীয় দিন। অনেক সাধণা, শ্রম ও নিষ্টা দিয়ে আপনারা যে বীজ বপন করেছিলেন আজ তার ফসল ঘরে তুলছেন। আপনারই এদেশের ভবিষ্যত নেতা, রাজনীতি, অর্থনীতি, ব্যণিজ্য ও শিক্ষাসহ সকল ক্ষেত্রে আপনাদের মতো উচ্চ শিক্ষিত তরুণরাই নেতৃত্ব দিবেন। আপনাদের অর্জিত শিক্ষা ও জ্ঞান বাস্তব কর্মজীবনে প্রয়োগ করতে হবে। ভবিষ্যতে আপনারা দেশের নেতৃত্ব দিবেন এটাই আমার প্রত্যাশা।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান চর্চা,গবেষণা, নতুন জ্ঞানের অনুন্ধ্যান করতে হবে। নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালগুলোর সৃষ্ট জ্ঞান আমাদের জাতীর মৌলিক সমস্যাগুলোর সমাধান দিতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সেধরণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, অধ্যাপক ড. জাফর ইকবাল প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে রাজধানীর মহাখালীতে একটি ভাড়া করা ভবনে ২০ জন ছাত্র ও ৬ জন শিক্ষক নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ৪ বছর আগে রামপুরার আফতাব নগরে নিজস্ব ক্যাম্পাসে বর্তমানে শিক্ষাকার্যক্রম পরিচালিত করছে বিশ্ববিদ্যালয়টি।

(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test