E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো আইন মানছেনা’

২০১৬ ফেব্রুয়ারি ১৮ ১৭:১০:৩৫
‘অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো আইন মানছেনা’

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো আইন মানছেনা। তিনি বলেন, এসব বিশ্ববিদ্যালয় কেবল মুনাফার লোভে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, এসব মুনাফাখোর বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো সুখবর নেই। যারা শিক্ষাকে ব্যবসায় পরিণত করেছে এবং একাধিক ক্যাম্পাস পরিচালনা করছে, তাদেরকেও সময় বেধে দেওয়া হয়েছে। আইন না মানলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার আর্ন্তজাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, কেবলমাত্র একটি শিক্ষিত জনগোষ্ঠীই পারে গণতন্ত্র ও জনগণের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ করতে। এজন্য প্রয়োজন ছাত্র-ছাত্রীদের আধুনিক, মানসম্মত ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া। তাই শিক্ষা যেনো কোনভাবেই সার্টিফিকেট নির্ভর না হয়, তা অবশ্যই সব বিশ্ববিদ্যালয়কে মেনে চলতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনিয়ম সম্পর্কে অভিযোগ করেন।

তিনি বলেন, দেশের ৬০ ভাগ শিক্ষার্থী এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ফলে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনার কারণে দেশে-বিদেশে আমাদের উচ্চশিক্ষার বদনাম হচ্ছে। এ অব্যবস্থাপনার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে অ্যাকশন শুরু করেছে।

এছাড়াও অনুষ্ঠানে গ্রিন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ সামদানী ফকির বক্তব্য রাখেন।

এবারের সমাবর্তনে ১৫শ’ ৩৬ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে চারজন চ্যান্সেলর পদক ও ৭ জন ভাইস চ্যান্সেলর পদক পান।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test