E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃটিশ কলাম্বিয়া স্কুলে একুশ আমার অহঙ্কার গীতি নৃত্যনাট্য অনুষ্ঠিত

২০১৬ ফেব্রুয়ারি ২২ ১৩:৩৬:০১
বৃটিশ কলাম্বিয়া স্কুলে একুশ আমার অহঙ্কার গীতি নৃত্যনাট্য অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বায়ান্নর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে রাজধানী ঢাকার  ধানমন্ডি বৃটিশ কলাম্বিয়া স্কুলের আয়োজনে সোমবার সকালে “একুশ আমার অহঙ্কার” গীতি  নৃত্যনাট্য অনুষ্ঠিত হয়।

স্কুলের শিক্ষিকা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকসানা রহমান লাকীর গ্রন্থনা,পরিকল্পনা ও সঞ্চালনায় গীতি নৃত্যনাট্যে অংশ নেয় অয়মি, তময়ী, অয়ানা, মাইসা, সাদরিনসহ আরও অনেকেই। দুই ঘন্টাব্যাপী একুশ আমার অহঙ্কার এ অনুষ্ঠান দর্শকদের প্রাণ কাড়ে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ শাকিলা আজিজ। অনুষ্ঠানে সহযোগিতা করেন শিক্ষকা সোনিয়া জামানও সুস্মিতা । শেষে তারুণ্য লাবণ্য গানের সুরে সুরে নৃত্যে অংশ নেন রোকসানা রহমান লাকী ও তার দল।

(এস/এস/ফেব্রুয়ারি২২,২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test