E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘১২০৯ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

২০১৬ ফেব্রুয়ারি ২৮ ১৭:০৫:২৮
‘১২০৯ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়কারী ১ হাজার ২শ’ ৯ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, হাইকোর্টের নির্দেশনা থাকার পরও ১ হাজার ২শ’ ৯ প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশের কোনো জবাব দেয়নি। তাদের গভর্নিং বডি কেন বাতিল করা হবে না, তার জন্য কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। জবাব দেয়ার জন্য তাদের ৩০ দিন সময় দেয়া হয়েছে। এরপর এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, অভিযুক্ত ৩ হাজার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮৩০টি আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছে। ৯৯৯টি স্কুল জানিয়েছে, তারা অতিরিক্ত অর্থ নেয়নি। তাদের বিষয়টি পরীক্ষা করা হবে। তবে ১ হাজার ২০৯ প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশের কোনো জবাব প্রদান করেনি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test