E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জাতীয় দিবসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে’

২০১৬ মার্চ ২৯ ১৮:৩৩:২২
‘জাতীয় দিবসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে’

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জাতীয় দিবসগুলোতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অার বন্ধ থাকবে না। 

মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা দিবসের ওপর এক অালোচনা সভায় তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে দেশ, জাতি, স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানাতেই শিক্ষা প্রতিষ্ঠনগুলোতে এমন দিবসে খোলা রাখতে হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর ওই অালোচনা সভার অায়োজন করে।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে অামরা এখনও সঠিক ইতিহাস তুলে ধরতে পারিনি। স্বাধীনতার পর অনেকেই ক্ষমতায় এসে নিজেদের স্বার্থে ইতিহাস রচনা করেছে। এসময় ইতিহাস বিকৃত হয়েছে। নতুন প্রজন্ম এসব ইতিহাস জেনে বিভ্রান্ত হয়েছে। ইতিহাসের সত্য কথা তুলে ধরতে দিবসগুলোতে অালোচনা সভাসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় নানা কর্মসূচি পালন করতে হবে।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা শুরুতে খালি হাতে যুদ্ধ শুরু করেছি। পরে অস্ত্র হাতে যুদ্ধ করেছি। যুদ্ধে অংশ নিয়ে জানতে পেরেছি, স্বাধীনতা কি কঠিন বিষয়। তবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতার লক্ষ্য অর্জন অারো কঠিন বিষয়।

তরুণ প্রজন্মের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, অামাদের মুক্তিযুদ্ধ শেষ হয়নি। সর্বক্ষেত্রে মুক্তি অর্জন করতে হলে তরুণ প্রজন্মকেই সর্বাগ্রে এগিয়ে অাসতে হবে। চরম দরিদ্রতা ও নিরক্ষরতা দূর করা এবং সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা অাকড়ে ধরতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

বঙ্গবন্ধুর সঠিক এবং বিচক্ষণ নেতৃত্বের কারণেই বাংলাদেশ সৃষ্টি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তাবায়নে তার কন্যা শেখ হাসিনা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। অামরা তার এই সংগ্রামী অধ্যায়ের বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অাহ্বান জানাচ্ছি।

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরই সবার আগে এগিয়ে আসতে হবে মন্তব্য করে নাহিদ বলেন, শিক্ষার হার বেড়েছে। এবার মান বাড়ানোর লড়াই চালিয়ে যেতে হবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহাপরিচালক প্রফসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন।

(ওএস/এএস/মার্চ ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test