E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল বোর্ডে একাদশ শ্রেণীর ভর্তি নির্দেশিকা জারি

২০১৬ মে ২৫ ১৭:২৭:২৪
বরিশাল বোর্ডে একাদশ শ্রেণীর ভর্তি নির্দেশিকা জারি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির নির্দেশিকা জারি করেছেন বরিশাল শিক্ষাবোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। স্ব-স্ব বোর্ডের ওয়েব সাউডে এ নির্দেশিকা জারি করা হয়েছে।

বুধবার সকালে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, এ সংক্রান্ত নির্দেশিকা মঙ্গলবার বোর্ডের ওয়েব সাউডে জারি করা হয়েছে। নির্দেশিকায় বোর্ড কর্তৃপক্ষ উল্ল্যেখ করছেন, বোর্ড কর্তৃক অনুমোদিত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেনীতে ভর্তির জন্য অনলাইন বা এসএমএস’র মাধ্যমে আবেদন করতে হবে। ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে উর্ত্তীণ এসএসসি বা সমমানের শিক্ষার্থীদের আজ ২৬ মে থেকে আগামী ৯ জুনের মধ্যে অনলাইন বা এসএমএম’র মাধ্যমে আবেদন করতে হবে।

এছাড়াও ভর্তির সকল কার্যক্রমের সময় সূচী, ভর্তির নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী ও ফলাফল নির্ধারিত ওয়েবসাইড (www. xiclassadmission.gov.bd) এবং স্ব স্ব বোর্ডের ওয়েবসাইড থেকেও জানা যাবে। এমনকি বোর্ডের দেওয়া নির্দেশিকার যে কোন ধারা, নিয়মাবলী সংশোধন, সংযোজন, পরিবর্তন বা বাতিল করার অধিকার আন্তঃশিক্ষা বোর্ড সমম্বয় সাব-কমিটি কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

অনলাইনে সর্বোচ্চ ১০টি কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের জন্য ১৫০টাকা এবং এসএমএস মাধ্যমে প্রতি আবেদনের জন্য ১২০ টাকা ফি প্রদান করতে হবে। উভয় পদ্ধতিতে সর্বোচ্চ ২০ কলেজে আবেদন করা যাবে। নির্দেশিকায় আরও উল্ল্যেখ রয়েছে, অনলাইন বা এসএমএস-এ শিক্ষার্থীর কোন অসত্য তথ্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদন বা চূড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

(টিবি/এএস/মে ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test