E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার গ্রাম ও শহরের শিক্ষার মানের পার্থক্য হ্রাস করছে’

২০১৬ জুন ১৯ ২০:৪৪:৫১
‘সরকার গ্রাম ও শহরের শিক্ষার মানের পার্থক্য হ্রাস করছে’

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের পাশাপাশি সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার পরিবেশ উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। সরকারের এসব কার্যক্রম গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার সুযোগ ও গুণগত মানের পার্থক্য হ্রাসে ভূমিকা রাখছে।

রবিবার ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে দেশের ৩১০টি মডেল বিদ্যালয়কে আইসিটি ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে এসব স্কুলকে ৩৫২০টি কম্পিউটার, ২১৭০টি ল্যাপটপ, ২১৭০টি প্রজেক্টর, ১৬০টি ফটোকপি মেশিন ও আসবাবপত্র প্রদান করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন এবং প্রকল্প পরিচালক কে এম রফিকুল ইসলামও বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত ৭ বছরে সারাদেশে ৬ হাজার ২৩৫টি স্কুল, কলেজ, মাদরাসায় নতুন ভবন নির্মাণ ও ভবন সংস্কারের কাজ করছে। বর্তমানে আরো ৩ হাজার ২৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের নির্মাণ কাজ চলমান রয়েছে।

নাহিদ বলেন, শিক্ষাদান পদ্ধতির আমূল পরিবর্তনের পাশাপাশি শিক্ষাপ্রশাসনে গতি সঞ্চারে ভূমিকা পালন করছে। তিনি তথ্যপ্রযুক্তি যুগান্তকারী শিক্ষাদান পদ্ধতি আকর্ষণীয় করতে সারাদেশে ২৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম গড়ে তোলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রসারে নবনির্মিত ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউ আইটি আর সি ই) গড়ে তোলা হয়েছে। পর্যায়ক্রমে সব উপজেলায় এ ধরনের ইউ আইটি আর সি ই গড়ে তোলা হচ্ছে।

(ওএস/এএস/জুন ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test