E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সরকার বাংলাদেশকে পূর্ণাঙ্গ ডিজিটাল দেশে রূপান্তর করতে বদ্ধপরিকর’

২০১৬ ডিসেম্বর ০৮ ১৮:০৪:২৩
‘সরকার বাংলাদেশকে পূর্ণাঙ্গ ডিজিটাল দেশে রূপান্তর করতে বদ্ধপরিকর’

স্টাফ রিপোর্টার : সরকার ২০২১ সালের মধ্যে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল দেশে রূপান্তর করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যমাত্রায় অগ্রসর দৃশ্যমান বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার গাজীপুর বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি)’র ৩০তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, আইইউটির মতো আর্ন্তজাতিকভাবে স্বীকৃত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পেরে আপনাদের ক্যারিয়ারে একটি মজবুত ভিত্তি তৈরি হয়েছে।

ওআইসি’র ২২টি সদস্য রাষ্ট্রের ৩’শ ছাত্র এখানে লেখাপড়া করছেন। তাদের অবদান দেশের সীমানার বাইরে ছড়িয়ে দেয়ার আহবান জানান।

মন্ত্রী আরো বলেন, গত শতাব্দীর আশির দশকে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষায় স্নাতক ডিগ্রী প্রদান করছেন।

একাডেমিক সেশন থেকে নারী শিক্ষার্থীদের জন্য আইইউটি উম্মুক্ত হবে। ক্যাম্পাসে ছাত্রীদের জন্য একটি হল নির্মানে ২ মিলিয়ন ডলার দেয়া হয়েছে বলেও জানান।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে, ওআইসি’র সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) মুহাম্মদ নাইম খান, আইইউটি’র গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইদ আল আলাম আল জাহানী এবং আইইউটি’র উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বক্তব্য রাখেন।

সমাবর্তনে একজন শিক্ষার্থীকে ওআইসি গোল্ড মেডেল এবং চারজন শিক্ষার্থীকে আইইউটি গোল্ড মেডেল প্রদান করা হয়।

বাংলাদেশের আবরার ফায়েজ ওআইসি মেডেল এবং বাংলাদেশের নাগরিক মো. উমর ফারুক, তানভীর হাসান মেহেদি, মো. আসিফ হাসান অনিক ও উগান্ডার নাগরিক হামিছি রামাদানকে আইইউটি মেডেল দেওয়া হয়।

(ওএস/এএস/ডিসেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test