E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে টাঙ্গাইলের শিক্ষক গৌরাঙ্গ দত্ত আজ হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন

২০১৭ মে ১৪ ১৪:৫৩:৫৩
অবশেষে টাঙ্গাইলের শিক্ষক গৌরাঙ্গ দত্ত আজ হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন

বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল থেকে : অবশেষে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার আলহাজ রমজান আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গৌরাঙ্গ দত্ত আজ বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর করতে পেরেছেন। ওই শিক্ষক গত ১ এপ্রিল ২০১৭ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, একই অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক, টাঙ্গাইলের জেলা প্রশাসক, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা, নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাগরপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ করেছিলেন। ওই অভিযোগের বিষয়টি জানাজানি হলে আলহাজ রমজান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনোদ চন্দ্র সরকার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক কোনও নিয়মকানুনের তোয়াক্কা না করে গত ১৭ এপ্রিল ৩০১৭ থেকে ওই শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দিচ্ছিলেন না গায়ের জোরেই।

দুঃখজনক এই বিষয়টি নিয়ে গত ৭মে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল উত্তরাধিকার ৭১ নিউজ একটি বিশেষ সম্পাদকীয় প্রকাশ করে। ওই সম্পাদকীয় প্রকাশ পাওয়ার পর সর্বত্র তোলপাড় শুরু হয়। স্থানীয় একটি প্রভাবশালী মহল ওই শিক্ষকের ওপর চাপ সৃষ্টি করে অভিযোগ প্রত্যাহারের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করেন। কিন্তু অভিযোগকারী শিক্ষক গৌরাঙ্গ দত্ত অভিযোগ প্রত্যাহারে রাজি না হওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা নিয়ম বহির্ভূত ভাবে হাজিরা খাতায় অভিযোগকারী শিক্ষককে স্বাক্ষর করতে না দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন।

সেই সূত্রেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ ১৪ মে গৌরাঙ্গ দত্তকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে বলেন।

(পিএস/এএস/মে ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test