E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসএসসির ফলে অসন্তোষ ঢাকা বোর্ডের ১৪ শতাংশ পরীক্ষার্থী

২০১৭ মে ১৫ ১৪:৪৬:৪৩
এসএসসির ফলে অসন্তোষ ঢাকা বোর্ডের ১৪ শতাংশ পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার : সম্প্রতি প্রকাশিত এসএসসির ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের ৫৫ হাজার ৩৩০ শিক্ষার্থী আপত্তি জানিয়েছে। অসন্তোষ হওয়ায় এসব শিক্ষার্থী ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। যা ঢাকা বোর্ডে কৃতকার্য শিক্ষার্থীর প্রায় ১৪.২৪ শতাংশ। আগামী ৩০ মে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

চলতি বছর সারাদেশে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন। তাদের মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। এদের মধ্যে সারাদেশে জিপিএ-৫ পায় ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। অন্যদিকে, ঢাকা বোর্ডে ৪ লাখ ৪৯ হাজার ৭২৯ শিক্ষার্থী মাঝে পাস করেছে ৩ লাখ ৮৮ হাজার ৫৪০ জন। পাসের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য এবার ৫৫ হাজার ৩৩০ জন আবেদন করেছে। সে হিসেবে মোট পরীক্ষার্থীর প্রায় ১৪.২৪ শতাংশ শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করেছে। এর মধ্যে মোট ১ লাখ ৩১ হাজার ২২টি পত্রের ফলাফল পুনরায় নিরীক্ষণ চেয়ে বোর্ডে আবেদন করা হয়েছে।

জানা গেছে, এবার বেশির ভাগ শিক্ষার্থী গণিত পরীক্ষার ফলে অসন্তোষ প্রকাশ করেছে। গণিতে মোট ১৯ হাজার ৬৫৮টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলাম শিক্ষা, প্রায় ১৭ হাজার এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইংরেজি, এ বিষয়ে প্রায় ১৪ হাজার আবেদন জমা পড়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সাহা বলেন, গত কয়েক বছরের চেয়ে এ বছর পুনঃনিরীক্ষণে তুলনামূলক বেশি আবেদন এসেছে। এবার ফলাফলে জিপিএ এর পাশাপাশি প্রাপ্ত নম্বার দেয়া হয়েছে। মূলত এ কারণে অনেকে জিপিএ-৫ পেয়েও ফল পুনঃমূল্যায়নের আবেদন করেছে।

পুনঃনিরীক্ষণের ফল আগামী ৩০ মে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৪ মে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মডেল উত্তর পদ্ধতি অবলম্বন করায় এ বছর পাসের হারে ছন্দপতন হয়েছে। এবার পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। যা গতবারের চেয়ে ৭ শতাংশ ৯৪ শতাংশ কম।

(ওএস/এসপি/মে ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test