E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

২০১৭ মে ১৬ ১৩:০৫:১৪
তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা

স্টাফ রিপোর্টার : বেতন ভাতার দাবিতে তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক কর্মচারী ফোরামের ব্যানারে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং গত ২০১৬ সালের ২৩ নভেম্বর একটি পরিপত্র জারি করেন। কিন্তু আমরা সারাদেশে প্রায় ১ হাজার ৩৩৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে আছি; যারা ১৯ বছর ধরে কোনো প্রকার ভেতন-ভাতা পাই না। সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমরা শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একাধিকবার যোগাযোগ করেও কোনো নির্দেশনা পাইনি।

তারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত না করেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে। অপরদিকে গণশিক্ষা মন্ত্রণালয় আমাদের বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণ না করেই ১৫শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পর্যন্ত চালু করেছেন। তাই আমরা অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি।

এ সময় সংগঠনের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- সকল নন-এমপিও নিম্ন মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান ও চাকরিতে যোগদানের দিন থেকে বয়স গণনা শুরু করতে হবে।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোকারম হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/মে ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test