E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষাখাতে প্রয়োজনীয় বরাদ্দ হচ্ছে না : নাহিদ

২০১৭ জুন ০৩ ১৩:১৭:১০
শিক্ষাখাতে প্রয়োজনীয় বরাদ্দ হচ্ছে না : নাহিদ

স্টাফ রিপোর্টার : শিক্ষাক্ষেত্রে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যাচ্ছে না- এমন অভিযোগ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গত বছর শিক্ষাখাতে মোট বাজেটের ১১ শতাংশ বরাদ্দ রাখা হয়েছিল। এ বছর তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। কিন্তু বাজেটের আকার বড় হওয়ায় অর্থ বৃদ্ধি পেয়েছে। এ অর্থ দিয়েই পরিকল্পিতভাবে আমাদের এগিয়ে যেতে হবে।

শনিবার ব্যানবেইসের নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন, ব্যানবেইসের পরিচালক ফসিউল্লাহ্।

ব্যানবেইসের যোগ দেয়া নতুন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশ আগের অবস্থানে নেই, অনেক এগিয়ে গেছে। তাই বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নে সকলকে স্ব স্ব স্থানে নিজের মেধা-মনন দিয়ে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা দেয়া হচ্ছে তা দিয়ে আধুনিক উন্নতমানের দেশ গড়া সম্ভব নয়, দরকার বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা।

এরপর শিক্ষামন্ত্রী কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক প্রমুখ।

(ওএস/এসপি/জুন ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test