E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ দাবি

২০১৭ জুন ০৬ ১৪:২৯:৩৬
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ দাবি

স্টাফ রিপোর্টার : স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন,বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া ১০০ টাকা থেকে ৫০০ টাকা এবং মেডিকেল ভাতা ৩০০ টাকা থেকে ৫০০ টাকায় উন্নীত করেন। ২০১৫ জুলাই থেকে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন দ্বিগুণ করে নতুন পে-স্কেল দেয়। আশা করছি শিক্ষকদরদী সরকার বৃহত্তর জাতীয় স্বার্থে শিক্ষকদের অনুভূতি ও অবস্থা অবুধাবন করে দ্রুত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জয়নুল আবেদীন জেহাদীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব শাহজাহান আলাম সাজু, স্বাশিপের সাংগঠনিক সম্পাদক তেলওয়াত হোসেন খান, শিক্ষক নেতা মাহবুবুর রহমান ও রুহুল আমিন চৌধুরী প্রমুখ।

(ওএস/এসপি/জুন ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test