E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সরকার বিনামূল্যে করোনার টিকা দিতে চাচ্ছে : স্বাস্থ্য সচিব

২০২১ জানুয়ারি ১৬ ১৮:০৪:৪৯
সরকার বিনামূল্যে করোনার টিকা দিতে চাচ্ছে : স্বাস্থ্য সচিব

স্টাফ রিপোর্টার, গাজীপুর : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার করোনার টিকা বিনামূল্যে প্রদান করতে চাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো.আব্দুল মান্নান।  

শনিবার দুপুরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

তিনি আরো বলেন, বেসরকারি খাতে টিকা কিভাবে প্রয়োগ হবে, সেটাও সরকার থেকে নির্ধারণ করে দেয়া হবে। তবে অবশ্যই সরকারি টিকা প্রদানের আগে নয় বলেও নিশ্চিত করেন তিনি।

এ সময় তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীনের নামে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় অসন্তোষ প্রকাশ করেন।

এদিকে দেশে করোনা টিকা উৎপাদনের বিষয়ে যাচাই-বাচাই চলছে, বিশ্ব স্বাস্থ্য নিয়মমতো হলেই তবে অনুমোদন দেয়া হবে বলেও জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস, এম তরিকুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাফিজ উদ্দিন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আসাদ হোসেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. তপনকান্তি সরকার, ডা. আবদুল কাদের, সহকারী পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. সুশান্ত কুমার সরকার, ডা. মনিরুজ্জামান প্রমুখ।

(এস/এসপি/জানুয়ারি ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test