E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লিভার রোগের ঝুঁকি এড়াতে প্রয়োজন সচেতনতা

২০২১ নভেম্বর ০৯ ১৭:২৬:১৮
লিভার রোগের ঝুঁকি এড়াতে প্রয়োজন সচেতনতা

স্টাফ রিপোর্টার : মানুষের সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন যাপিত জীবনের পরিবর্তন। খাদ্যাভাস ও ঘুম নিয়মের মধ্যে না আনলে এবং অন্যান্য বিষয়ে সচেতন না হলে লিভার রোগের ঝুঁকি থেকেই যায়।

এ কথা বলেছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন’র বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর বাড্ডায় অনলাইন নিউজ পোর্টাল ‘জাগোনিউজ২৪.কম’র কনফারেন্স রুমে লিভার সচেতনতা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, লিভার বিষয়ে কিছু করার চেয়ে বলাই বেশি জরুরি। এটি মানুষের শরীরের বড় একটি অর্গান। সাধারণত লিভার রোগের কোনো লক্ষণ যেহেতু নেই, তাই এই রোগ থেকে বাঁচার জন্য সচেতনতাটাই বেশি জরুরি।

‘লিভার রোগ যে কারণে হয়ে থাকে, সেসব বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। হেপাটাইটিস সি ভাইরাস প্রতিরোধে গ্রামের বাসিন্দাদের নলকূপের পানি পান করতে হবে, শহরের বাসিন্দাদের পান করতে হবে ফুটানো পানি। গরম খাবার খেতে হবে। আমরা বিভিন্ন সময় সেলুন বা পার্লারে ব্লেড বা সুুঁই জাতীয় যেসব জিনিস ব্যবহার করি, সেটা জীবাণুমুক্ত কি না তা নিশ্চিত করতে হবে, যেন হেপাটাইটিস সি সংক্রমিত ব্যক্তি থেকে আমরা সংক্রমিত না হই।’

জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউল হকের সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক ড. হারুন রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় জাগো নিউজের অ্যাডিশনাল নিউজ এডিটর আসিফ আজিজসহ সাংবাদিক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/নভেম্বর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test