E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে সরকারি নির্দেশনা মানছে না পল্লী চিকিৎসকরা !

২০১৪ সেপ্টেম্বর ১৭ ১৮:১৫:৪৫
লক্ষ্মীপুরে সরকারি নির্দেশনা মানছে না পল্লী চিকিৎসকরা !

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরে পল্লী চিকিৎসকরা সরকারি নির্দেশনা মানছে না বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সরকারি বিধান অনুযায়ী এসব চিকিৎসক এখন থেকে নামের আগে 'ডাক্তার' লিখতে পারবে না। কিন্তু অধিকাংশ পল্লী চিকিৎসক দীর্ঘদিন ধরে নামের আগে অবৈধভাবে ডাক্তার লিখে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব নামধারী চিকিৎসকের কবলে পড়ে সাধারণ মানুষ অপচিকিৎসার শিকার হয়ে আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সরকারের নেয়া এ সিদ্ধান্তকে সুশিল সমাজ সাধুবাদ জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০১০ সালের ৯ ডিসেম্বর সরকার বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল নামে একটি আইন অনুমোদন দিয়েছে। এই আইনে রয়েছে, এমবিবিএস ও বিডিএস পাস করা চিকিৎসক ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার বা ডিগ্রি লিখতে পারবে না। লক্ষ্মীপুর সদরসহ প্রত্যন্ত অঞ্চলের বেশিরভাগ স্থানে গত কয়েক বছর ধরে গ্রাম ডাক্তার ও পল্লী চিকিৎসক নামধারী চিকিৎসকদের কাছে চিকিৎসা নিতে এসে দরিদ্র মানুষ অপচিকিৎসার শিকার হচ্ছেন। আবার কখনো কখনো ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। সূত্র আরো জানায়, দেশে বর্তমানে ২ লাখ গ্রাম ডাক্তার, ৬০ হাজার পল্লী চিকিৎসক ও ৮ হাজার ডিপ্লোমা মেডিক্যাল সহকারি রয়েছে। নামের আগে ডাক্তার লেখা নিয়ে এসব চিকিৎসক এখন বেকায়দায় পড়েছে। এদিকে স্থানীয়রা এসব কথিত চিকিৎসকদের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রসিদ্ধ ওষুধ ব্যবসায়ী ডা. কেশব চন্দ্র শীল, ডা. বকুল চন্দ্র দাস, ডা. অজিত কুমার নাথ , ডা. রতন, ডা. বিনয় ভূষন দেবনাথ, ডা. শরিফুর রহমান সরু, আশিকুর রহমান মামুন, ডা. রমনী ও ডা. ফারুক। তারা তার নামের আগে ডাক্তার লিখে চেম্বার খুলে রোগী দেখছেন। এখানে তিনি মানুষের জটিল ও কঠিনসহ সব ধরনের রোগের চিকিৎসা করছেন। নামের আগে তিনি ডাক্তার লিখতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, নামের আগে ডাক্তার না লিখলে রোগী আসে না এজন্য ডাক্তার লিখা হয় এটা দোষের কিছু নয়।

সরকারি বিধি মেনেই তিনি নামের আগে ডাক্তার লিখছেন। অপরদিকে রায়পুরের কেরোয়ার পাঠান এলাকার পল্লী চিকিৎসক ডা. রমনী জানান, সার্টিফিকেট দিয়ে কি হয়, আমি চিকিৎসা করলে রোগী ভালো হয় সেটাই বড় কথা। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে আমরা ডাক্তার লিখে আসছি। আর নামের আগে ডাক্তার না লিখলে রোগী আসবে না। তিনি বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে চিকিৎসা ব্যবসায় জড়িত বিশাল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে।

লক্ষ্মীপুরের এলাকার পল্লী চিকিৎসক মুজিবুর রহমান বলেন, আমরা প্রশিক্ষণ নিয়েছি। অথচ আমরা নামের আগে ডাক্তার লিখতে পারবো না এটা অমানবিক সিদ্ধান্ত ও সরকারের পলিসির ভুল। এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. গোলাম ফারুক বলেন, এমবিবিএস ও বিডিএস পাস করা চিকিৎসক ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। বর্তমানে যারা পল্লী চিকিৎসক রয়েছে, তাদের কোনো প্রশিক্ষণ বা সরকারি সার্টিফিকেট নেই। তিনি আরো জানান, সরকারি প্রশিক্ষণধারী পল্লী চিকিৎসকরা ১২টি ও মেডিক্যাল সহকারিরা ৩০টি ওষুধ ব্যবস্থাপত্রে লিখতে পারবেন। এর বাইরে কোনো ওষুধ তারা লিখতে পারবেন না।

(পিকেআর/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৪)







পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test