E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রতিবছর করোনা টিকা নিতে হবে কি না নিশ্চিত নয়’

২০২২ এপ্রিল ২২ ১১:৫২:০৯
‘প্রতিবছর করোনা টিকা নিতে হবে কি না নিশ্চিত নয়’

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিবছর করোনা প্রতিরোধী টিকা নিতে হবে কি না তা এখনো নিশ্চিত নয়, বিষয়টি এখনো জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে করোনাসহ সব ধরনের টিকা যাতে দেশেই তৈরি করা যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।

শুক্রবার (২২ এপ্রিল) রাজধানীর তিতুমীর কলেজে বিডিএস পরীক্ষা ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনাসহ সবধরনের টিকা যাতে দেশেই তৈরি হয় সেজন্য টিকা উৎপাদনের চেষ্টা চলছে। প্রতি বছর করোনার টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য ১৩ কোটি টিকা লাগবে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ ব্যাপারে এখনো কিছু বলেনি। তবে দ্রুত যাতে টিকা উৎপাদন করা যায় সেই প্রস্তুতি নিচ্ছি আমরা।

মে মাসে কলেরার টিকা দেওয়ার কথা থাকলেও কখন থেকে শুরু হবে সেটা জানাননি স্বাস্থ্যমন্ত্রী। তবে যে সমস্ত জায়গায় প্রাদুর্ভাব বেশি সেসব এলাকায় দ্রুত টিকা দেওয়ার কথা জানান মন্ত্রী।

বিডিএস পরীক্ষা বিষয়ে মন্ত্রী বলেন, পরীক্ষা সুন্দরভাবে শুরু হয়েছে, সুন্দর ভাবেই চলছে। আমি কেন্দ্র ঘুরে দেখেছি। ছাত্র-ছাত্রীরা আমাকে জানিয়েছে প্রশ্নপত্রে তারা সন্তুষ্ট। যেভাবে সুন্দরভাবে আমরা এমবিবিএস ভর্তি পরিক্ষা নিয়েছি বিডিএস পরীক্ষাও সুন্দরভাবে শুরু হয়েছে। আশা করছি এটাও সুন্দরভাবে শেষ হবে। আমাদের করোনায় ও পরীক্ষা বন্ধ ছিলনা।

তিনি আরও জানান, এইবার বিডিএস পরীক্ষায় দিচ্ছে ৬৫ হাজার ৯০৭ জন শীক্ষার্থী। ১২ টি কেন্দ্রের ২৬ টি ভ্যানুতে পরীক্ষায় হচ্ছে৷ প্রায় ৩০ হাজারের বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সরকারী ও বেসরকারি ডেন্টাল কলেজে আমাদের ১৯৫০ টি আসন রয়েছে। সরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ৫৪৫ টি আর বেসরকারি ডেন্টাল কলেজ গুলোতে আসন সংখ্যা ১ হাজার ৪০৫টি। সরকারি প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছে ১২১ জন শীক্ষার্থী। এবং সরকারি বেসরকারি মিলিয়ে গড়ে ৩৩ জন পরীক্ষা দিচ্ছে।

(ওএস/এএস/এপ্রিল ২২, ২০২২)


পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test