E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, নিয়ন্ত্রণে ৫ সুপারিশ

২০২২ সেপ্টেম্বর ১৮ ১৫:০১:৫৭
আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, নিয়ন্ত্রণে ৫ সুপারিশ

স্টাফ রিপোর্টার : দেশে আবারও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ অবস্থায় সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণসহ পাঁচটি সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রবিবার (১৮ সেপ্টেম্বর) কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৫৯তম সভা জুমের মাধ্যমে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় হয়। সভায় বিস্তারিত আলোচনা শেষে পাঁচটি সুপারিশ গৃহীত হয়।

সব ক্ষেত্রে শতভাগ সঠিকভাবে মাস্ক পরা। হাত ধোয়া বা সেনিটাইজার ব্যবহার নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনসাধারণকে উৎসাহিত করা।

যারা করোনা টিকার প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করা।

বন্ধ স্থানে সভা করা থেকে বিরত থাকা ও দাপ্তরিক সভা যথাসম্ভব ভার্চুয়ালি করা।

অপরিহার্য সামাজিক অনুষ্ঠান বা সভায় মাস্ক পরিধান করা।

বেসরকারি পর্যায়ে কোভিড পরীক্ষার ব্যয় কমানোর পদক্ষেপ গ্রহণে সরকারকে উদ্যোগ গ্রহণ করা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test