E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে বাড়ছে ডায়রিয়া রোগী, স্যালাইনের তীব্র সংকট

২০১৫ জুন ০৫ ১৫:০৯:৩৫
বরিশালে বাড়ছে ডায়রিয়া রোগী, স্যালাইনের তীব্র সংকট

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় অব্যাহত তাপদাহ ও ভ্যাপসা গরমের কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালে প্রতিদিনই ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে তীব্র সংকট দেখা দিয়েছে কলেরা স্যালাইনের। গত ১০দিন ধরে হাসপাতালে কোন কলেরা স্যালাইন পাওয়া যাচ্ছে না। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ সিভিল সার্জনকে জানিয়েও কোন সুফল পায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় এক মাস যাবত গরমে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া ও বিভিন্ন খাবারের কারণে ডায়েরিয়া আক্রান্ত হচ্ছে শিশুসহ সব বয়সী লোকজন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

গত ৫দিনে উপজেলা হাসপাতালে বিভিন্ন স্থান থেকে ডায়রিয়ার রোগে আক্রান্ত হয়ে দক্ষিন গৈলা গ্রামের আট মাসের এমরান, বাকাল গ্রামের খোকন বল্লভ (৩৫), রনজিত বল্লভ (৩০), সরবাড়ি গ্রামের ২৩ মাসের সিরাজুল ইসলাম, রাহুতপাড়া গ্রামের ১ বছরের প্রতিমা অধিকারী, মোল্লাপাড়া গ্রামের ২৩ মাসের শুভ ঢালী, কাঠিরা গ্রামের মনিকা হালদার (৩০), উজিরপুরের সাতলা গ্রামের ফেলানী (২০), দক্ষিন শিহিপাশা গ্রামের ৮ মাসের আনিচ, গৌরনদীর নাঠৈ গ্রামের ২ মাসের রিয়া, ফুল্লশ্রী গ্রামের পাখি বেগম (৫৫), ছয়গ্রামের আমিনুল্লাহ (৭০), রাংতা গ্রামের সুমন ফরিয়া (১৮), উত্তর শিহিপাশা গ্রামের লালন বেপারী (২৫), দক্ষিন শিহিপাশা গ্রামের ৬ মাসের আ. রহমান, বাগধা গ্রামের ইমাম হোসেন (১০), উজিরপুরের হারতা গ্রামের ৯ মাসের মৃদুল হালদার, সুজনকাঠী গ্রামের কাজল মুন্সি (২২), গৈলা গ্রামের আ. রহমান সরদার (১৪) ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

এ ছাড়াও প্রতিদিন আউটডোরে অন্তত ৫০ জন রোগীকে ডায়রীয়ার চিকিৎসা সেবা দিয়া হচ্ছে। পুরুষ ও মহিলা ওয়ার্ডে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওয়ার্ডে জায়গা না থাকায় হাসপাতালের বারান্দার বিছানায় চিকিৎসা দেয়া হচ্ছে।

রোগীদের চিকিৎসা দিতে ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে। গত ১০দিন ধরে হাসপাতালে কলেরা স্যালাইনের তীব্র সংকট থাকায় হাসপাতালের সামনের দোকানগুলো থেকে অধিক মূল্যে রোগীর স্বজনরা স্যালাইন কিনতে বাধ্য হচ্ছে। এব্যপারে হাসপাতালের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. সলিম মিয়া ১০দিন ধরে হাসপাতালে কলেরা স্যালাইনের তীব্র সংকটের কথা স্বীকার করে বলেন, বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে।

(টিবি/এএস/জুন ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test