E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

স্বাস্থ্যখাতের জন্য অতিরিক্ত ১৫০ মিলিয়ন ডলার মঞ্জুর বিশ্ব ব্যাংকের

২০১৬ জুন ২৬ ১৭:৩১:২১
স্বাস্থ্যখাতের জন্য অতিরিক্ত ১৫০ মিলিয়ন ডলার মঞ্জুর বিশ্ব ব্যাংকের

নিউজ ডেস্ক :বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা জোরদার এবং বিশেষ করে দরিদ্রদের জন্য স্বাস্থ্যসেবা উন্নয়নে সহায়তা দিতে বিশ্ব ব্যাংক (ডব্লিউবি) অতিরিক্ত ১৫০ মিলিয়ন ডলার অর্থায়ন মঞ্জুর করেছে।

বিশ্ব ব্যাংক আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,সরকারের হেলথ সেক্টর-ওয়াইড প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্যখাতের উন্নয়ন অব্যাহত রাখতে এই অতিরিক্ত অর্থায়ন করা হচ্ছে।
এতে উল্লেখ করা হয়, টিকার আওতা বৃদ্ধি, সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী নারীদের প্রসব সেবার উন্নয়ন এবং যক্ষ্মা প্রতিরোধসহ স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি প্রচেষ্টায় এই সহায়তা দেয়া হচ্ছে।

পাশাপাশি এই অর্থায়ন স্বাস্থ্যখাতে সরকারি অর্থ ব্যয় থেকে আরো ফলাফল পেতে সরকারি অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন সহায়ক হবে।

পাশাপাশি বাংলাদেশে প্রথমবারের মতো ওয়েব-ভিত্তিক কমপ্লায়েন্ট-হ্যান্ডেলিং মেকানিজমসহ স্বাস্থ্য তথ্য ব্যবস্থা উন্নয়ন এই অর্থ সহায়ক হবে।

স্বাস্থ্য খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা উন্নয়নের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
অতিরিক্ত অর্থ বরাদ্দর জন্য বাংলাদেশ ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কুইমিয়াও ফান একথা বলেন।


(ওএস/এস/জুন২৬,২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test