E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডিসেম্বরে ঢাকায় অ্যাপিকটা অ্যাওয়ার্ডস

২০১৭ সেপ্টেম্বর ২৩ ১৪:২৩:২৬
ডিসেম্বরে ঢাকায় অ্যাপিকটা অ্যাওয়ার্ডস

স্টাফ রিপোর্টার : আগামী ৭ থেকে ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-২০১৭। সংগঠনের সদস্য হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দেশে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে স্বীকৃত এই অনুষ্ঠান আয়োজন করছে।

এ অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা)। ১৬টি দেশ এর সদস্য। এ অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাময় ও সফল উদ্যোগ, সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তি নির্ভর সেবার স্বীকৃতি দিতে প্রতিবছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার বেসিস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অ্যাপিকটা কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. দিলীপ ডি সিলভা বলেন, অ্যাপিকটার সদস্য হয়েই বেসিস চমক দেখাতে শুরু করেছে। ২০১৫ সালে সদস্য হওয়ার পর বাংলাদেশে দু’বার কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে। এ প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ পুরস্কার জিতেছে। এবার বাংলাদেশেই আয়োজিত হচ্ছে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস।

তিনি বলেন, এই আয়োজনকে সামনে রেখে বেসিসের বিভিন্ন প্রস্তুতি দেখে আমরা আনান্দিত। আশা করি বাংলাদেশে আয়োজনটা অ্যাপিকটা অ্যাওয়ার্ডেস পরবর্তী আয়োজনের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হবে।

বাংলাদেশে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আয়োজন প্রসঙ্গে বেসিস সভাপতি মোস্তফা জব্বার বলেন, বেসিসের জন্য এটি একটি বিশাল অর্জন। এ আয়োজন বাংলাদেশকে বিরল সম্মান এনে দিচ্ছে। এতে প্রায় দুই শতাধিক প্রতিযোগী ১৭টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশের তথ্য প্রযুক্তিকে বিশ্বব্যাপী পরিচিত করাতে ও রফতানির বাজার বাড়াতে এই আয়োজন আমাদেরকে ব্যাপকভাবে সহায়তা করবে।

অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-২০১৭ আয়োজনের আহ্বায়ক ও বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ বলেন, এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক। এই আয়োজন সফল করতে সরকারি-বেসরকারি সকলকে এগিয়ে আসতে হবে।

এদিকে বাংলাদেশে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৭ সামনে রেখে বেসিস কার্যালয়ে অ্যাপিকটার কার্যনির্বাহী কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশসহ সংগঠনটির ১৭ ইকোনমি থেকে শীর্ষস্থানীয় ১৮ জন তথ্য প্রযুক্তিবিদ অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী এ সভা আজ (শনিবার) শেষ হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিদেশি অতিথিসহ অ্যাপিকটা অ্যাওয়ার্ডস-২০১৭ এর প্রধান বিচারক আবদুল্লাহ এইচ কাফিও উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test