E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেসবুকের তিন চমক

২০১৮ মে ২২ ১৭:৪১:১৪
ফেসবুকের তিন চমক

তথ্যপ্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রায়শই চমক নিয়ে আসে। আকর্ষণীয় ও নিত্যনতুন ফিচারের ভিড়ে এবার নিয়ে এসেছে তিনটি নতুন চমক। ফেসবুক স্টোরিতে এবার আরও তিন নতুন ফিচার যুক্ত হয়েছে।

সম্প্রতি ফেসবুক স্টোরি আসার পর থেকেই বাড়ছে এর চাহিদা। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরা এতে বেশ আগ্রহী। কেবল ফেসবুকেই নয়, স্টোরিতেও ছবি ও ভিডিও দেওয়ার প্রচলন শুরু হয়ে গেছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে। তবে ফিচারের ক্ষেত্রে স্ন্যাপচ্যাটের থেকে অবশ্য এখনো পিছিয়ে রয়েছে ফেসবুক। আর তাই বোধহয় এই চমৎকার আয়োজন।

নতুন তিন ফিচার

১. এখন থেকে ছবি, ভিডিও-র মতো ফেসবুক স্টোরিতেও অডিও দেওয়া যাবে । সেক্ষেত্রে সামনে কোনো ছবি বা রঙিন ব্যাকগ্রাউন্ড দিয়ে পিছনে চালানো যাবে আপনার নিজের গলার আওয়াজ বা যেকোনো অডিও স্টোরি।

২. দ্বিতীয় ফিচারে থাকছে আপনার পুরনো স্টোরি আর্কাইভ করে রাখার সুবিধা। বর্তমানে স্টোরি দেওয়ার ২৪ ঘণ্টা পরই ফেসবুক স্টোরি চলে যায়। তবে এখন আর তেমনটা হবেনা। এখন থেকে আপনার ফেসবুক স্টোরি আর্কাইভে পুরনো সব স্টোরি থেকে যাবে। তবে এতে করে কোনো ফোন মেমোরি নষ্ট হবেনা।

৩. ফেসবুক ক্যামেরার মাধ্যমে কোনো ছবি বা ক্লিপিংস তোলা হলে তা সেভ করে রাখা যাবে ফেসবুকেই। এতেও ফোন মেমোরি নষ্ট হবেনা।

(ওএস/এসপি/মে ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test