E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সময়কে জয় করার নতুন গল্প নিয়ে সিম্ফনি আই৯৯

২০২০ সেপ্টেম্বর ১১ ১১:২৬:৫৬
সময়কে জয় করার নতুন গল্প নিয়ে সিম্ফনি আই৯৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক : পুরো বিশ্বই এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সাথে আছে নিউ নরমাল অ্যাডাপ্ট করে জীবন এগিয়ে নেয়ার চ্যালেঞ্জ। মজার ব্যাপার হলো, আমরা যে যেখানে আছি, যে পেশায়ই আছি আমরা মোটামুটি সময়ের এই চ্যালেঞ্জটা সাফল্যের সাথেই পার করে সময় জয়ের নতুন গল্প লিখছি।

আগে যে কাজটি আমরা অফিসে বসে করতাম, সেটা এখন বাসা থেকে মোবাইলের মাধ্যেম করছি। আগে যে শিক্ষার্থী স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস করতো, তারাই এখন ক্লাস করছে বাসায় বসে মোবাইলের মাধ্যমে। যে শিক্ষক ক্লাসরুমে ক্লাস নিতেন, তিনিই এখন বাসায় থেকে ক্লাস নিচ্ছেন মোবাইলের মাধ্যমে। অফিসের মিটিংও হচ্ছে মোবাইলের মাধ্যমে।

ফলে অনলাইন ক্লাস হোক বা অফিসের মিটিং এগুলোর জন্য ন্যূনতম বড় ডিসপ্লে এবং ভালো মানের ক্যামেরার স্মার্টফোন দরকার হয়। যারা সাধ্যের মধ্যে সময়কে জয় করার নতুন গল্প লিখতে চান তাদের জন্য এসেছে সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি আই৯৯।

২৮২ পিক্সেল ডেনসিটি এবং ৬.০৯ এইচডি প্লাস ভি নচ আইপিএস ডিসপ্লের এই হ্যান্ডসেটটিতে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১০। ১.৬ গিগাহার্জ অক্টাকর প্রসেসরের সাথে আছে ২জিবি ডিডিআর ফোর র্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। চমৎকার ক্যামেরার বড় ডিসপ্লে এবং ফোরজি কানেক্টিভিটির কারনে অনলাইন ক্লাস করা বা ক্লাস নেয়া বা অফিসিয়াল মিটিং হবে আরো বেশি সাবলীল। মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।

৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ১৩+২ মেগাপিক্সেলের ডুয়াল ব্যাক ক্যামেরা থাকছে সিম্ফনি আই৯৯ ফোনটিতে। ব্যাক ক্যামেরার অ্যাপারচার ১.৯ এবং ফ্রন্ট ক্যামেরার এ্যাপারচার ২.০। ক্যামেরার উল্ল্যেখযোগ্য মোডগুলো হলো ম্যানুয়াল, ওয়াটার মার্ক, এই আই, প্যানরোমা, টাইম ল্যাপস, বোকেহ, কম্পোজিশন লাইন, টাচিং ফটোগ্রাফি, স্মাইল শাটার, আডিও নোট, ফেস বিউটি, এইচডিআর, কিউ আর কোড, বার্স্ট, মিরর রিফলেকশন, ভলিউম কি ফাংশন, ফিঙ্গার ক্যাপচার, পিকচার সাইজ, কাউন্টডাউন ডিউরেশন ও ফিল্টার্স। আছে ৩৫০০ এমএএইচের লি পলিমার ব্যাটারি যা দিয়ে টুজি বা থ্রিজি নেটওয়ার্ক এ কথা বলা যাবে ২১ ঘণ্টা এবং ফোরজিতে ভিডিও কলিং হবে ৩.৫ ঘণ্টা।

সব ধরনের মাল্টিমিডিয়া সুবিধাসহ জি সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ছাড়াও এই হ্যান্ডসেটটিতে আছে মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেইস আনলক সুবিধা।

উল্ল্যেখযোগ্য অন্যান্য কিছু ফিচারের মধ্যে আছে স্ক্রিন রেকর্ডার, ডার্ক মোড, বোথ ক্যামেরা এ আই সিন রিকগনেশন, স্মার্ট কন্ট্রোল এবং স্মার্ট জেশচার। ক্যারিবিয়ান ব্লু, অ্যামাজন গ্রিন, আইরিশ পার্পল এবং পারশিয়ান ব্লু এই চারটি কালারের এই হ্যান্ডসেটটির দাম ৬ হাজার ৯৯০ টাকা।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test