E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার নতুন স্মার্টফোন

২০২০ অক্টোবর ১০ ১৬:২৭:৪৫
৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার নতুন স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক : নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। ভিভো ভি২০ মডেলের স্মার্টফোনটিতে প্রথমবারের মতো আই অটোফোকাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এছাড়াও এতে এজি গ্লাস, ডুয়েল ভিডিও ক্যামেরাসহ দারুণ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে। রয়েছে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

এই স্মার্টফোনের দাম ৩২ হাজার ৯৯০ টাকা। যা গ্রাহকরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত প্রি-বুকিং দিতে পারবেন।

ভিভো ভি২০ এর থিকনেস মাত্র ৭ দশমিক ৩৮ মি.মি.। ডুয়েল ভিডিও ক্যামেরার কারণে এই স্মার্টফোনে একই সময়ে সামনে এবং পেছনের ক্যামেরায় ভিডিও করা যাবে। তাই অনলাইনে ক্লাস করতে কিংবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরিতে স্মার্টফোনটি কাজে লাগবে। সামনের ভিডিও ক্যামেরায় রয়েছে স্লো মোশন প্রযুক্তি।

ভিভো ভি২০ এর ডিসপ্লেটি ৬ দশমিক ৪৪ ইঞ্চির-যাতে এজি গ্লাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়াও ৩৩ ওয়াট ফ্লাশ চার্জের এই ফোনে ৪০০০ এমএইচ ব্যাটারি যুক্ত করা হয়েছে।

ভিভো ভি২০ এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। ক্যামেরাগুলো যথাক্রমে ৬৪, ৮ ও ২ এমপির। এবং সামনের ক্যামেরাটি ৪৪ এমপির অটোফোকাস যুক্ত। এছাড়া সুপার ওয়াইড অ্যাঙ্গেল নাইট মোড ও ট্রাইপোড নাইট মোডের কারণে গভীর অন্ধকারেও ভালো ছবি তোলা যাবে।

স্মার্টফোনটির র‌্যাম ও রম ৮ ও ১২৮ জিবির। ভিভো ভি২০ পরিচালিত হবে ফানটাচ ওএস১১ ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি দিয়ে। বাংলাদেশে ভিভো ভি২০ পাওয়া যাবে সানসেট মেলোডি ও মিডনাইট জ্যাজ রঙে।

(ওএস/এসপি/অক্টোবর ১০, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test