E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেসিসের অনলাইন সফটওয়্যার প্রদর্শনী শুরু

২০২০ অক্টোবর ১২ ১৫:০৫:২৪
বেসিসের অনলাইন সফটওয়্যার প্রদর্শনী শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এসএমই উদ্যোক্তাদের জন্য অনলাইন সফটওয়্যার প্রদর্শনী করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। রোববার অনলাইন ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এর উদ্বোধন হয়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর ও জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম ও মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল হায়দার এনডিসি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসিস স্থানীয় বাজার সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল।

এসময় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, আজকের এই উদ্যোগ এসএমই উদ্যোক্তাগণের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় খাকবে। বেসিসের প্লাটফর্ম ব্যবহার করে এসএমই উদ্যোক্তাগণ এ ক্ষেত্রে মানসিকভাবে আশ্বস্ত হবে। সুদূর ভবিষ্যতে ডিজিটাইলাইজেশন, টেকনোলোজি, কৃত্রিম বুদ্ধিমত্তা-এর ব্যবহার ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপুরণে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। তিনি সরকারের প্রতি প্রত্যন্ত অঞ্চলে এসএমই উদ্যোক্তাদের জন্য সুলভ মূল্যে ভালো কোয়ালিটি সম্পন্ন ইন্টারনেট সংযোগ সরবারহের জন্য আহ্বান জানান। এসএমই খাতে উদ্যোক্তারা দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নতির মেরুদণ্ড। এছাড়াও ডিজিটাইলাইজেশন, আইটি অটোমেশন ক্ষেত্রে এসএমই খাতের জন্য সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা প্রদানের জন্য এসএমই ফাউন্ডেশনের সাথে আলোচনা করে সরকারকে প্রস্তাব দিতে চান।

এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল হায়দার এনডিসি বলেন, বেসিস ও এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আইটি ও সফটওয়ারে বিষয়ে এসএমই উদ্যোক্তাদের অবহিত করতে আজকের এই আয়োজন। প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে তথ্য ও প্রযুক্তির ব্যবহার, আইটি টুলস, হার্ডওয়্যার, সফটওয়্যার সম্পর্কে জানতে হবে, নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল ইসলাম বলেন, বাজার সম্প্রসারণের উপর ভিত্তি করে অনলাইন ব্যবসায় সক্ষমতা বাড়াতে হবে। করোনা পূর্ব সময়ে অনলাইন ব্যবসার বাজার ৭-১০% থেকে বর্তমানে ৪০-৫০ % এ উন্নীত হয়েছে। ভবিষ্যতে এ হার আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। বাজার সম্প্রসারণে আয় বাড়ানো না গেলে সমস্যার সৃষ্টি হবে। বিক্রয় বৃদ্ধি করে পার ইউনিট কস্ট বাড়াতে টেকনোলোজি ব্যবহার বাড়াতে হবে। দুর্গম এলাকার উদ্যোক্তাদের নেটওয়ার্ক সক্ষমতা বাড়াতে, আধুনিকায়ন করতে সরকারের বাস্তব পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। সকলের সম্মিলিত সহযোগিতায় এসএমইরা দেশের অর্থনৈতিক চাকা সচল করতে সহায়তা করবে।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর saas.basis.org.bd এই ওয়েবসাইটটির উদ্বোধন ঘোষণা করেন। এই ওয়েবসাইট এসএমই উদ্যোক্তাদের জন্য কার্যকর ভূমিকা পালন করবে। ৮টি সফটওয়্যার কোম্পানি-ক্লাউড সল্যুশন লিমিটেড, জেনারেশন-নেক্সট আইটি সল্যুশন, ইউওয়াই সিস্টেমস লিমিটেড, অ্যাজোলিউশন সফটওয়্যার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, Boo2 বাংলা লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড, বাংলাফায়ার সল্যুশন লিমিটেড, ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশন লিমিটেড তাদের প্রোডাক্ট/সফটওয়্যার অনলাইনে প্রদর্শন করেন ।

অনুষ্ঠানে শতাধিক এসএমই উদ্যোক্তাগণ অনলাইনে অংশগ্রহণ করেন।

(ওএস/এসপি/অক্টোবর ১২, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test