E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শক্তিশালী পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ীক গতি পেয়েছে গ্রামীণফোন

২০২১ এপ্রিল ২১ ২২:৫৪:৩২
শক্তিশালী পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ীক গতি পেয়েছে গ্রামীণফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ২০২১ সালের প্রথম তিন মাসে ৩,৪৮১ কোটি টাকা রাজস্ব অর্জন করেছে গ্রামীণফোন। তবে, আগের বছরের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধিতে ৩.৭ শতাংশ নেতিবাচক প্রভাব পড়েছে।

এই সময়ে প্রতিষ্ঠানটি ১৭ লাখ নতুন গ্রাহক অর্জনে সফল হয়েছে, যার ফলে, বছরপ্রতি ৭.২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এ প্রান্তিক শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৭ লাখ। এর মধ্যে ৪ কোটি ১৭ লাখ গ্রাহক অর্থাৎ মোট গ্রাহকের ৫১.৭ শতাংশ ইন্টারনেট সেবা ব্যবহারকারী।

গ্রামীণফোন লিমিটেডের সিইও ইয়াসির আজমান বলেন, ‘২০২১ সালের প্রথম তিন মাসে বেশ কয়েকটি মাইলফলক অর্জিত হয়েছে। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত নিলামে ১০.৪ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণ করার ফলে গ্রামীণফোনের মোট স্পেকট্রাম এর পরিমাণ দাড়িয়েছে ৪৭.৪ মেগাহার্টজ। বাংলাদেশ এর স্বাধীনতার ৫০ বছরের পূর্তি করেছে।

গ্রামীণফোনও এর ২৪ বছরের দীর্ঘ যাত্রা অতিক্রম করেছে। এ যাত্রায় ১৫,৫৯০টি টাওয়ারের মাধ্যমে দেশের সব থেকে বিস্তৃত ফোরজি/এলটিই নেটওয়ার্ক নিয়ে মানুষের ক্ষমতায়নে ভূমিকা রাখার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করছে গ্রামীণফোন। প্রথম প্রান্তিকে ১৭ লাখ নতুন গ্রাহক নিয়ে আমরা ৮ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছি। একইসাথে, বছর তুলনায় ৫০.৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আমাদের ফোরজি গ্রাহক সংখ্যা ২ কোটি ১৫ লাখ।’

ইয়াসির আজমান বলেন, ‘বাজার পরিচালন, উদ্ভাবন, সহজ সেবা ও গ্রাহক স্বাচ্ছন্দ্যের বিষয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি এবং গ্রাহকদের সক্ষমতা বৃদ্ধি ও ডিজিটাল মাধ্যম ব্যবহারের পরিবেশ তৈরিতে আমাদের প্রযুক্তিগত উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতির কারনে আমরাও ক্রমবর্ধমান নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। বৈশ্বিক মহামারির ক্ষতি থেকে পুনরুদ্ধারে আমরা সহযোগিতামূলক সমাধান নিয়ে আসার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো। একইসাথে, আমরা আমাদের সেবার পরিধি সমৃদ্ধ করে যাবো এবং দেশের প্রবৃদ্ধি ও ডিজিটালাইজেশনের যাত্রায় নিরলস কাজ করবো।’

গ্রামীণফোন লিমিটেডের সিএফও ইয়েন্স বেকার বলেন, ‘ প্রথম প্রান্তিকে ১,৫১০টি ফোরজি সাইট চালু, শক্তিশালী বাজার পরিচালন কার্যক্রমের ফলে আগের বছরের তুলনায় সবচেয়ে বেশি গ্রাহক অর্জন এবং ডেটা ব্যবহারকারীর ক্ষেত্রে ৩.৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আমরা ভালোভাবে ২০২১ সাল শুরু করেছি। বাংলাদেশে কোভিড সংক্রমণের এক বছর হয়ে গিয়েছে, এবং সংক্রমণের হার ক্রমান্বয়ে বেড়েই চলেছে; যার ফলে, সরকার বর্তমানে বিধিনিষেধমূলক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ‘এ প্রান্তিকের শেষভাগে আমাদের মোট রাজস্বে আগের বছরের তুলনায় নেতিবাচক প্রভাব পড়েছে ৩.৭ শতাংশ, যার ফলে ইবিআইটিডিএ (পরিচালন আয়) মার্জিন দাঁড়িয়েছে ৬২.৭ শতাংশ। এ সময়ে ২৫.৬ শতাংশ মার্জিন নিয়ে কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৮৯০ কোটি টাকা।’

২০২১ সালের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন লিমিটেড ১০.৪ মেগাহার্টজ স্পেকট্রাম অধিগ্রহণ করেছে। নেটওয়ার্ক উন্নয়নে বিনিয়োগ দাড়িয়েছে ৩৬১ কোটি টাকা(লাইসেন্স ও লিজ ছাড়া)। গ্রামীণফোনের মোট সাইটের সংখ্যা ১৬,৮৫২টি। প্রতিষ্ঠানটি কর, ভ্যাট, ডিউটি, ফি, ফোরজি লাইসেন্স এবং তরঙ্গ বরাদ্দ ফি বাবদ ২,৭৩২ কোটি টাকা সরকারি কোষগারে জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানের মোট রাজস্বের ৭৮.৫ শতাংশ।

(বিজ্ঞপ্তি/এসপি/এপ্রিল ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test