E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইফোন ১৩ উৎপাদন কমার খবরে অ্যাপলের শেয়ারে ধস

২০২১ অক্টোবর ১৩ ১২:০৫:৩৬
আইফোন ১৩ উৎপাদন কমার খবরে অ্যাপলের শেয়ারে ধস

নিউজ ডেস্ক : বৈশ্বিক ইলেকট্রনিক চিপ সংকটের জেরে আইফোন ১৩’র উৎপাদন প্রায় ১০ মিলিয়ন ইউনিট কম হতে পারে, অ্যাপলের পক্ষ থেকে এমন খবর প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ার দরে ধস নেমেছে।

খবর প্রকাশের পর অ্যাপলের শেয়ার দর পড়ে গেছে ১ দশমিক ৩ শতাংশ।

বিবিসির খবরে বলা হয়, চিপ নির্মাতা ব্রডকম এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টসের শেয়ারও পড়েছে ১ শতাংশ।

সেপ্টেম্বরে অ্যাপল আইফোন ১৩’র চারটি মডেল আনার ঘোষণা দেয়। ১৭ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরুর পর ২৪ সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু হয়।

করোনা মহামারির ধাক্কায় সারাবিশ্বেই চিপের যে সংকট দেখা দেয় তার ধাক্কা লেগেছে অ্যাপলের মতো জায়ান্ট কোম্পানিগুলোর উৎপাদনে। এর প্রভাবে তারা সময় মতো কাঙ্ক্ষিত পণ্যের সরবরাহ করতে পারছে না।

যদিও বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালের শুরুতে এ সংকট কেটে যাবে।

গত জুলাই মাসেই অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বিনিয়োগকারীদের সতর্ক করেন, চিপ সংকট আইফোন এবং আইপ্যাডের বিক্রিতে বাধা তৈরি করতে পারে।

(ওএস/এএস/অক্টোবর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test