E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

২০২২ মার্চ ০৮ ১১:৩৮:৫৪
নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

নিউজ ডেস্ক : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্ব নারী দিবস ২০২২ উপলক্ষে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। বিশেষ এ ডুডলে ছবির বদলে ভিডিও ব্যবহার করা হয়েছে। ভিডিওটিতে রয়েছে অসাধারণ এনিমেশনের কাজ।

নারী দিবস উপলক্ষে গতকাল রাত ১২টার পর এ ডুডল প্রকাশ করে গুগল।

ডুডল ভিডিওটিতে বিভিন্ন ক্ষেত্রে নারীদের বিশেষ অবদানের কথা তুলে ধরা হয়েছে। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে নারীরা যে সফলভাবে এগিয়ে যাচ্ছে সে বিষয়টি তুলে ধরা হয়েছে। অর্থাৎ সব অঙ্গনে নারী সমানভাবে পারদর্শী সেই বিষয়টি ফুটে উঠেছে।

গুগল ডুডলটি প্রকাশ করা হয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও। গুরুত্বপূর্ণ দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে এমন ডুডল প্রকাশ করে থাকে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনাসংশ্লিষ্ট ছবি বা এনিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়ে থাকে।

(ওএস/এএস/মার্চ ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test