E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাবা দিবসে গুগলের বিশেষ ডুডল

২০২২ জুন ১৯ ১৬:১৪:৫৯
বাবা দিবসে গুগলের বিশেষ ডুডল

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিভিন্ন দিবস ও স্মরণীয় ঘটনার দিনে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। আজ ১৯ জুন রবিবার আন্তর্জাতিক বাবা দিবসেও তার ব্যতিক্রম হয়নি। এই দিনটির বিশেষ গুগলের ডুডল নজরে পড়েছে সবার। বিশ্বের সব বাবাদের সম্মান জানাতে বিশেষ ডুডল প্রকাশ করেছেন গুগল।

ডুডল হচ্ছে বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করা হয়। জনসচেতনতা এবং অজানা বিভিন্ন বিষয় নিয়ে গুগলের নান্দনিক সব ডুডল বরাবরই নজর কেড়ে আসছে নেটিজেনদের।

আজকের ডুডলের জিআইএফে দেখা যাচ্ছে দুটি হাত সুন্দরভাবে একজন বাবা ও সন্তানের মধ্যে বিশেষ বন্ধনকে চিত্রিত করেছে। বাবারা সত্যিই বিশেষ, শুধু পরিবারেই নয়, সমাজে তাদের ভূমিকাকে স্বীকার ও প্রশংসা করার জন্য আমরা প্রতি বছর বাবা দিবস উদযাপন করি।

মা দিবসের পাশাপাশি বর্তমানে বাবা দিবসেও বিভিন্ন রকম অনুষ্ঠানে মেতে ওঠেন মানুষ। বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুনের তৃতীয় রোববার পালন করা হয় বাবা দিবস। সন্তানকে বড় করতে, সংসারের প্রতি দায়িত্ব পালন করতে প্রত্যেক বাবা যেভাবে নিজের জীবনের সবটুকু দিয়ে দেন। সেই অবদানকে মনে রাখতেই পালন করা হয় বাবা দিবস।

বাবারাই হন শিক্ষক, বন্ধু ও সংসারের অন্যতম কাণ্ডারি। যার ছায়ায় ছোট থেকে একটু একটু করে বেড়ে ওঠে সন্তান। বাবার ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্তানও যাতে ভবিষ্যতে নিজের ছাপ রাখতে পারে সমাজের উপর, পরিবারের উপর, সেই চেষ্টা করেন পৃথিবীর প্রায় সব বাবা। বাবা দিবসে শুভেচ্ছা জানান আপনার প্রিয় ও সবচেয়ে আপন এই মানুষটিকে।

এবারই প্রথম নয়, গুগল বিভিন্ন উৎসব ও দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। কখনো কোনো বিখ্যাত ব্যক্তির জন্মদিন কিংবা মৃত্যুদিন উদযাপন করতে তো কখনো বিশেষ দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনে করাতে উদ্যোগ নেয় গুগল।

(ওএস/এসপি/জুন ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test