E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমে উঠেছে সিটিআইটি মেলা

জমে উঠেছে সিটিআইটি মেলা

২০১৪ মার্চ ১২ ১৮:৫৮:১৬
জমে উঠেছে সিটিআইটি মেলা

জমে উঠেছে সিটিআইটি মেলা

স্টাফ রির্পোটার, ঢাকা : রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হওয়া সিটিআইটি মেলায় প্রযুক্তি প্রেমীদের ভিড় বাড়ছে। শিশু-কিশোররা যেমন নতুন প্রযুক্তি পণ্যের প্রতি আগ্রহী হয়ে উঠছে তেমনি তরুণ, যুবারাও পছন্দের পণ্য কিনছে। তরুণরা মেলায় ঘুরতে এসে নানা পণ্য সম্পর্কে জেনে নিচ্ছেন নানা তথ্য। ১১ দিনের এ মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত। মেলার আহ্বায়ক এএনএম কামরুজ্জামান বলেন, ‘মেলার যে কয়দিন গেছে আমরা খুবই সাড়া পেয়েছি। গতকাল ও আজ নানা বয়সী দর্শনার্থীর আনাগোনাও যেমন বাড়ছে তেমনি বিক্রিও হচ্ছে ভালোই।’ প্রতিদিনই মেলায় নতুন নতুন পণ্যে পাওয়া যাচ্ছে ছাড় এবং উপহার। কম্পিউটার ভিলেজ ডেক্সটপ কম্পিউটার কিনলে দিচ্ছে আকর্ষণীয় উপহার। এছাড়া সব ধরনের ল্যাপটপে দেয়া হচ্ছে থ্রিডি সুবিধার অপটিক্যাল মাউস ফ্রি।

স্যামস্যংয়ের যে কোনো পন্য কিনলে মিলছে উপহার। এছাড়া স্যামসাংয়ের পণ্য কিনে র‌্যফেল ড্রতে বিজয়ী হয়ে পাওয়া যাবে ২৩ ইঞ্চি এলইডি টিভি জেতার সুযোগ। অ্যাভিরার যে কোনো পণ্য কিনলে পাওয়া যাবে মগ অথবা টি-শার্ট উপহার। মেলায় নানা ধরনের পণ্য কেনার ক্ষেত্রে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করার সুযোগ থাকছে। পাওয়া যাচ্ছে আসুসের বিভিন্ন পণ্যের ওপর মূল্য ছাড়। এছাড়া অন্যান্য ব্রান্ডের কম্পিউটারের সঙ্গে উপহার হিসেবে পাওয়া যাচ্ছে ফ্রি এন্টি ভাইরাস। এছাড়া প্রতিটি এসার নেটবুক, নোটবুক বা ট্যাবলেট পিসির সঙ্গে থাকছে র‌্যাফেল ড্র কুপন। মেলা শেষে ড্র এর মাধ্যমে তিনজন ভাগ্যবান ক্রেতা জিতে নেবেন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও নেপালের রিটার্ন প্লেন টিকেট। বিসিএস কম্পিউটার সিটির নিজস্ব আঙ্গিনায় প্রায় ২,০০,০০০ বর্গফুট চলছে এ প্রদর্শনী। প্রদর্শনীতে প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সযোগ পাচ্ছে। এছাড়াও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশে অগ্রাধিকার পাবেন। প্রতিদিন প্রবেশ টিকেটের ওপর র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে দেয়া হবে প্রতিদিন এলসিডি টিভি, ল্যাপটপ, ডিজিটাল ক্যামেরাসহ লাখ লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার। মেলার গোল্ড স্পন্সর আসুস, অ্যাভিরা, স্যামসাং, এইচপি ও সিলভার স্পন্সর ইপসন এবং পেমেন্ট পার্টনার বিকাশ।

(ওএস/এএস/মার্চ ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test