E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ মোটরসাইকেল দিবস

২০২৩ জুন ২১ ১৭:১১:৪৫
আজ মোটরসাইকেল দিবস

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আজ ২১ জুন বিশ্বে পালিত হচ্ছে মোটরসাইকেল দিবস। দুই চাকার যানটি যেমন যানজটে বসে সময় নষ্ট করার হাত থেকে রক্ষা করেছে। তেমনি স্বস্তির যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। নারী-পুরুষ সবার কাছেই দুই চাকার যানটি ভীষণ প্রিয়।

এমনকি পণ্য ডেলিভারি ও যাত্রী পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন জীবনে আবশ্যকীয় হয়ে ওঠা মোটরসাইকেল এখন জীবিকারও একটি বড় উৎস। অনেকেই যানজটের কারণে কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছাতে পারেন না। এজন্য বাসে না চড়ে দুই চাকার এই সহজ যান অল্প খরচে ভাড়া করে নেন। এতে যাত্রী যেমন সঠিক সময়ে কাজে যেতে পারছেন, অন্যদিকে চালকের আয়ও হচ্ছে।

১৮৬০ সালে প্রথম প্যারিসে বাষ্পচালিত মোটরসাইকেল যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় ১৮৮৫ সালে ফুয়েল ইঞ্জিনচালিত মোটরসাইকেলের উদ্ভাবন হয়। পিয়েরে মিকাক্স প্যারিসে প্রথম মোটরসাইকেল আবিষ্কার করেন। ১৮৯৪ সালে প্রথম মোটরসাইকেল বাজারে আসে। সেই থেকে আজ পর্যন্ত চলাচলের জনপ্রিয় একটি মাধ্যম মোটরসাইকেল। শতাব্দীর শুরুতে রয়্যাল এনফিল্ডের মতো সংস্থা বাজারে আসে। এছাড়া অনেক নির্মাতারা সাইকেলকে রূপান্তর করেছিলেন মোটরসাইকেলে।

তবে বিশ্ব মোটরসাইকেল দিবস ২১ জুন নয়, ১৯৯২ সালে প্রথম ২২ জুলাই পালিত হয়। বিশ্ব মোটরসাইকেল দিবস পালনের মূল উদ্দেশ্য হলো সড়কের স্বাধীনতার প্রচার করা। এছাড়া বাইকপ্রেমীদের জন্য দিনটি উৎসর্গ করা হয়। তাদের বাইকের প্রতি ভালোবাসাকে বাড়াতে এই দিনে বিশ্বের বিভিন্ন দেশে নানান উদ্যোগ নেওয়া হয়।

আপনিও যদি বাইকপ্রেমী হয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনার। প্রিয় বাইকটিকে নিয়ে ছুটে যেতে পারেন পছন্দের কোনো রাস্তায়, কিংবা জায়গায়। সঙ্গে নিতে পারেন প্রিয় মানুষটিকে। লং ড্রাইভে চলে যেতে পারেন সাজেক কিংবা সিলেট। ঘুরে আসতে পারেন প্রিয়মানুষ, সঙ্গে বাইকটিকে নিয়ে। চাইলে আজ আপনার প্রিয় বাইকটিকে পরিষ্কার করতে পারেন, সার্ভিসিং করিয়ে নিতে পারেন। যা অনেকদিন ধরে করবেন বলে ভাবছেন কিন্তু করানো হচ্ছে না।

সূত্র: ন্যাশনাল টুডে

(ওএস/এসপি/জুন ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test