E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শাওমির ঈদ ক্যাম্পেইনে জয়ী প্রথম পাঁচজনের হাতে মেগাপুরস্কার তুলে দিলেন তামিম ইকবাল

২০২৫ মে ১৮ ১৮:৩৮:৫৬
শাওমির ঈদ ক্যাম্পেইনে জয়ী প্রথম পাঁচজনের হাতে মেগাপুরস্কার তুলে দিলেন তামিম ইকবাল

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। প্রথম দফায় বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় ক্রিকেট তারকা ও শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল।

ঈদুল আজহাকে ঘিরে গত ৭ মে থেকে শুরু হয় ১০ কোটি টাকা সমমূল্যের উপহারসহ 'ঈদ উইথ শাওমি' ক্যাম্পেইন। ক্যাম্পেইনের আওতায় মেগা পুরষ্কার ৫ লক্ষ টাকা, মাল্টি ডোর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার জিতে নেয়ার পাশাপাশি শাওমি ফোন কিনে সর্বোচ্চ ৩০০০ টাকা ক্যাশ ব্যাক পাওয়া যাবে। ক্যাম্পেইন ঘিরে অভূতপূর্ব সাড়া পেয়েছে শাওমি। শাওমির যে কোন স্মার্টফোন কিনেই নিশ্চিত উপহার জিতে নিয়েছে ফ্যানরা। এ ছাড়াও প্রথম দফায় বিজয়ী পাঁচজনের হাতে মেগা পুরস্কার তুলে দিয়েছে শাওমি। ক্যাম্পেইন চলাকালীন সময়ে আরো সুযোগ থাকছে মেগা পুরষ্কার জিতে নেয়ার।

শুক্রবার ১৬ মে শাওমির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেট তারকা তামিম ইকবাল খান। এ সময় পাশে ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে প্রথম পুরস্কার পেয়েছে মোঃ আলামিন খান। তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকা। মোসাঃ আসমা আক্তার ও মোঃ আকাশ কাজী এই দুজন পেয়েছেন মাল্টি ডোর রেফ্রিজারেটর। আকাশ হাওলাদার ও রানা তান্তি এই দুজন পেয়েছেন এয়ার কন্ডিশন (এসি)।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তামিম ইকবাল বলেন, ‘শাওমি দেশের এক নম্বর ব্র্যান্ড। জনপ্রিয়তায়ও শাওমি সবার চেয়ে এগিয়ে। ঈদকে সামনে রেখে এমন একটি আয়োজন প্রশংসনীয়। ক্যাম্পেইনে বিজয়ী হয়েছে শাওমি ফ্যানরাই। যাদের ভালোবাসায় আরও এগিয়ে যাবে শাওমি।’

অনুষ্ঠানে উপস্থিত শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ঈদ উৎসবের আনন্দ বাড়িয়ে দিতে ঈদ উইথ শাওমি ক্যাম্পেইন চালু করি আমরা। শাওমি ফ্যানরা অভূতপূর্ব সাড়া দিয়েছেন। নতুন উদ্ভাবন নিয়ে সব সময় দেশের মানুষের কাছে সেবা পৌঁছে দিতে চায় শাওমি। এ ধরণের ক্যাম্পেইনের মাধ্যমে শাওমি আর তার ফ্যানদের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমার বিশ্বাস।’

ক্যাম্পেইনে শাওমির বিভিন্ন স্মার্টফোন কিনে গ্রাহকরা পেয়েছেন রেডমি ইয়ারবাডস, টিশার্ট ও ডাটা বান্ডেল।

(পিআর/এসপি/মে ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test